বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী
নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ৩, ২০২২
বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র মুক্তি ও সু - চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে
৪ ডিসেম্বর ২১ ইং শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের আয়োজিত প্রেগ্রামে অংশ নিতে - অসুস্থ মা'কে হাসপাতাল রেখে রাজপথে নেমে পরেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ এর সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটি'র সদস্য কারা নির্যাতিত ছাত্রনেতা মোঃ আকাশ মিয়াজী।
১ ডিসেম্বর ছাত্রনেতা মোঃ আকাশ মিয়াজী'র মা তাজবানু বেগম কে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। আকাশ মিয়াজী'র সহোদর ২ ভাই সৌদি প্রবাসী হওয়ার ফলে পরিবারের দেখা শোনার দায়িত্ব তিনি করেন।
এদিকে আকাশ মিয়াজী আমাদের প্রতিনিধি কে জানান - গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া'র প্রতি সরকার অবিচার করছে।
একজন সফল প্রধান মন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া'র নৈতিক অধিকার রয়েছে দেশের বাহিরে যাওয়ার - এই সরকার তাকে যেতে দিচ্ছেনা।
বেগম খালেদা জিয়া কে মেরে ফেলার ষড়যন্ত্র করছে সরকার। দলের প্রতি ভালোবাসার কারণে অসুস্থ মা'কে হাসপাতাল রেখে রাজ পথে নেমেছি । হামলা মামলা করে আমাকে কেউ রাজপথ থেকে দূরে রাখতে পারবেনা।
আকাশ মিয়াজী আরো বলেন - সকল নেতা কর্মীর উচিত দেশ মাতা বেগম খালেদা জিয়া'র জন্য রাজ পথে নেমে আসা।