উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের অর্থ দান

স্টাফ রিপোর্টার | ০৯:৪৫ মিঃ, জানুয়ারি ৭, ২০১৮




স্টাফ রিপোর্টার। গত ৪.৫ জানুয়ারী, ২১ও ২২ পৌষ,রোজ বৃহস্পতি ও শুক্রবার  চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্য বাহী, জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া (উজানী) মাদ্রাসার' বার্ষিক মাহফিল অনুষ্টিত  হয়।

  দোয়ার জন্য  অত্র মাদ্রাসার মুহতামিম  আলহাজ্ব হযরত  মাওলান  মুফতি কারী মাহবুবে এলাহী সাহেবের নিকট,  বিশিষ্ট সমাজ সেবক বঙ্গবন্ধু  পেশাজীবি পরিষদ জাপান এর সভাপতি, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন   অর্থ দান করেন। 

 এদিকে ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন ফোন আলাপে  বলেন- যুগে যুগে নবী রাসুলরা ইসলামের বাণী আমাদের মাঝে পৌঁছে দিতে  অনেক কষ্ট করে গেছেন।  ইসলাম ধর্ম এভাবে আমাদের মাঝে আসেনি।  মহান আল্লাহর  হুকুমে নবী রাসুলরা তাঁদের ঈমানী পরীক্ষার মাধ্যেমে ইসলাম ধর্ম আমাদের কাছে নিয়ে আসেন
ইসলাম সকল ধর্মের সেরা, ইসলাম হচ্ছে  শান্তির ধর্ম।

 ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন আরো বলেনন- আমি মনে করে যার যার সাধ্য মত মসজিদ, মাদ্রাসা ও এতিম অসহায়দের মাঝে করতে দানের হাত বাড়িয়ে দিতে   হবে। 
 জন্য  জন্য এই  সাওয়াবের নিয়তে মাহফিলে।