আব্বাস উদ্দীন আশিক এর শুভ জন্ম দিন পালন
মো: আকাশ মিয়াজী | ০১:৫৩ মিঃ, নভেম্বর ২৪, ২০১৭
সৃস্টির শ্রেষ্ঠ জীব মানুষ, মানুষের বয়স যা, হোক না কেন, ভালো কাজের মাধ্যমে অল্প সময়ে মানুষের হৃদয়ে স্থান করে নেন প্রতিভা বান মানুষ। মানুষ বেঁচে থাকে তাঁর কর্মের মাধ্যমে বয়সের মধ্যে নয়।
আর তেমনি করে আব্বাস উদ্দিন আশিক যুগ যুগ ধরে বেঁচে থাকবে এই সমাজে তাঁর কর্মের মাধ্যমে ।
সমাজের নীপিঁড়িত নির্যাতিত অবহেলিত মানুষের আপন জন, সদা হাষ্সজ্জল আলোকিত নিলোর্ভ সাদা মনের মানুষ আব্বাস উদ্দীন আশিক এর ২৯ তম শুভ জন্ম দিন গতকাল পালন করা হয়। আগামী দিন গুলো সুন্দর কাটুক এই প্রত্যশা নতুন আশ পরিবারের পক্ষ থেকে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর