ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের জন্ম দিন উপলক্ষে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরন
কক্সবাজার প্রতিনিধি | ০৬:১৭ মিঃ, নভেম্বর ১৮, ২০১৭
ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের জন্ম দিন উপলক্ষে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরন ।
বাংলাদেশ আওয়ামীলীগ জাপান এর সাবেক সহ- সভাপতি ,বর্তমান আহব্বায়ক কমিটির সিনিয়র সদস্য, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ জাপান এর সভাপতিও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, চাঁদপুরের কচুয়ার কৃতিসন্তান, বিশিষ্ট সমাজ,সেবক, শিক্ষানুরাগীওক্রীড়াবিদ ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের শুভ জন্ম দিন উপলক্ষে. রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরন করা হয়। সম্প্রতি কক্সবাজার কুতুপালংগে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে প্রায় তিন হাজার রোহিঙ্গাদের মাঝে খাবার সামগ্রী বিতরন করা হয়। বিশেষ করে শিশু, কিশোর, বৃদ্ধদের মাঝে অন্যরকম আয়োজনে জন্ম দিনের কেঁক বিতরন করা হয়।
এদিকে সাংবাদিকদের সাথে মোবাইল ফোনে জাপান থেকে ই্ঞ্জিনিয়ার জসীম উদ্দিন বলেন-মানুষ মানুষের জন্য, জীবন জীবন জীবনের জন্য । আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হলে আগে মানুষকে ভালো বাসতে হবে।
রোহিঙ্গরা আজ অসহায়, অসহায় মানুকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচে বেশি ভালোবাসতেন।
জাতীর শ্রেষ্ঠ মহান নেতার পথ অনুস্বরন করে অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছি ।
যদতি বেঁচে থাকি বঙ্গবন্ধুর আর্দশ স্বরন করে বেঁচে থাকবো। অসহায় অবহেলিত মানুষের সেবা করে যাবো
এ বিভাগের অন্যান্য সংবাদ
ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের জন্ম ..
শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার জসীম ..
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে দল..
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ