একটি দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রাণকেন্দ্র সংসদ।
রাজকুমার রাও | ০৩:৩৭ মিঃ, নভেম্বর ৯, ২০১৭
জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতা রাজকুমার রাও নানা প্রশ্নের পাশাপাশি ‘কাস্টিং কাউচ’ নিয়ে তাঁর মতামত জানান। চলচ্চিত্র জগতের বাইরে থেকে এসে মাত্র সাত বছরের মধ্যে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। এ ক্ষেত্রে তাঁকে কোনো সমঝোতা করতে হয়েছে? রাজকুমার বলেন, ‘কখনোই তা করতে হয়নি। বলিউডে কাজ পেতে গেলে নিশ্চয়ই নানা সমঝোতা করতে হয়, এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমি নিজের যোগ্যতার জোরে এত দূর এসেছি।’রাজকুমার রাও আরও বলেন, ‘আমি জানি, বলিউডে “কাস্টিং কাউচ” আছে। বলিউডে নতুন যাঁরা আসেন, তাঁদের নানাভাবে এর শিকার হতে হয়। তার মানে এই নয় যে সবাইকে তা হতে হয়। যেমন আমাকে হতে হয়নি।’]
‘বরেলি কি বরফি’ আর ‘নিউটন’ ছবির চূড়ান্ত সাফল্যের পর বলিউড তারকা রাজকুমার রাও এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘শাদি মেঁ জরুর আনা’র প্রচারণায়। সম্পূর্ণ দেশি রোমান্সের ওপর নির্মিত ছবিটি মুক্তি পাবে ১০ নভেম্বর। প্রচারণা চালাতে গিয়ে তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমের।
জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতা রাজকুমার রাও নানা প্রশ্নের পাশাপাশি ‘কাস্টিং কাউচ’ নিয়ে তাঁর মতামত জানান। চলচ্চিত্র জগতের বাইরে থেকে এসে মাত্র সাত বছরের মধ্যে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। এ ক্ষেত্রে তাঁকে কোনো সমঝোতা করতে হয়েছে? রাজকুমার বলেন, ‘কখনোই তা করতে হয়নি। বলিউডে কাজ পেতে গেলে নিশ্চয়ই নানা সমঝোতা করতে হয়, এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমি নিজের যোগ্যতার জোরে এত দূর এসেছি।’
রাজকুমার রাও আরও বলেন, ‘আমি জানি, বলিউডে “কাস্টিং কাউচ” আছে। বলিউডে নতুন যাঁরা আসেন, তাঁদের নানাভাবে এর শিকার হতে হয়। তার মানে এই নয় যে সবাইকে তা হতে হয়। যেমন আমাকে হতে হয়নি।’
জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতা রাজকুমার রাও নানা প্রশ্নের পাশাপাশি ‘কাস্টিং কাউচ’ নিয়ে তাঁর মতামত জানান। চলচ্চিত্র জগতের বাইরে থেকে এসে মাত্র সাত বছরের মধ্যে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। এ ক্ষেত্রে তাঁকে কোনো সমঝোতা করতে হয়েছে? রাজকুমার বলেন, ‘কখনোই তা করতে হয়নি। বলিউডে কাজ পেতে গেলে নিশ্চয়ই নানা সমঝোতা করতে হয়, এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমি নিজের যোগ্যতার জোরে এত দূর এসেছি।’
রাজকুমার রাও আরও বলেন, ‘আমি জানি, বলিউডে “কাস্টিং কাউচ” আছে। বলিউডে নতুন যাঁরা আসেন, তাঁদের নানাভাবে এর শিকার হতে হয়। তার মানে এই নয় যে সবাইকে তা হতে হয়। যেমন আমাকে হতে হয়নি।’]
‘বরেলি কি বরফি’ আর ‘নিউটন’ ছবির চূড়ান্ত সাফল্যের পর বলিউড তারকা রাজকুমার রাও এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘শাদি মেঁ জরুর আনা’র প্রচারণায়। সম্পূর্ণ দেশি রোমান্সের ওপর নির্মিত ছবিটি মুক্তি পাবে ১০ নভেম্বর। প্রচারণা চালাতে গিয়ে তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমের।
জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতা রাজকুমার রাও নানা প্রশ্নের পাশাপাশি ‘কাস্টিং কাউচ’ নিয়ে তাঁর মতামত জানান। চলচ্চিত্র জগতের বাইরে থেকে এসে মাত্র সাত বছরের মধ্যে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। এ ক্ষেত্রে তাঁকে কোনো সমঝোতা করতে হয়েছে? রাজকুমার বলেন, ‘কখনোই তা করতে হয়নি। বলিউডে কাজ পেতে গেলে নিশ্চয়ই নানা সমঝোতা করতে হয়, এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমি নিজের যোগ্যতার জোরে এত দূর এসেছি।’
রাজকুমার রাও আরও বলেন, ‘আমি জানি, বলিউডে “কাস্টিং কাউচ” আছে। বলিউডে নতুন যাঁরা আসেন, তাঁদের নানাভাবে এর শিকার হতে হয়। তার মানে এই নয় যে সবাইকে তা হতে হয়। যেমন আমাকে হতে হয়নি।’
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ