ঢাকা, বুধবার, ফেব্রুয়ারি ১৯ ২০২৫,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

একটি দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রাণকেন্দ্র সংসদ।

রাজকুমার রাও | ০৩:৩৭ মিঃ, নভেম্বর ৯, ২০১৭



জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতা রাজকুমার রাও নানা প্রশ্নের পাশাপাশি ‘কাস্টিং কাউচ’ নিয়ে তাঁর মতামত জানান। চলচ্চিত্র জগতের বাইরে থেকে এসে মাত্র সাত বছরের মধ্যে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। এ ক্ষেত্রে তাঁকে কোনো সমঝোতা করতে হয়েছে? রাজকুমার বলেন, ‘কখনোই তা করতে হয়নি। বলিউডে কাজ পেতে গেলে নিশ্চয়ই নানা সমঝোতা করতে হয়, এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমি নিজের যোগ্যতার জোরে এত দূর এসেছি।’রাজকুমার রাও আরও বলেন, ‘আমি জানি, বলিউডে “কাস্টিং কাউচ” আছে। বলিউডে নতুন যাঁরা আসেন, তাঁদের নানাভাবে এর শিকার হতে হয়। তার মানে এই নয় যে সবাইকে তা হতে হয়। যেমন আমাকে হতে হয়নি।’]

‘বরেলি কি বরফি’ আর ‘নিউটন’ ছবির চূড়ান্ত সাফল্যের পর বলিউড তারকা রাজকুমার রাও এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘শাদি মেঁ জরুর আনা’র প্রচারণায়। সম্পূর্ণ দেশি রোমান্সের ওপর নির্মিত ছবিটি মুক্তি পাবে ১০ নভেম্বর। প্রচারণা চালাতে গিয়ে তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমের।

জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতা রাজকুমার রাও নানা প্রশ্নের পাশাপাশি ‘কাস্টিং কাউচ’ নিয়ে তাঁর মতামত জানান। চলচ্চিত্র জগতের বাইরে থেকে এসে মাত্র সাত বছরের মধ্যে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। এ ক্ষেত্রে তাঁকে কোনো সমঝোতা করতে হয়েছে? রাজকুমার বলেন, ‘কখনোই তা করতে হয়নি। বলিউডে কাজ পেতে গেলে নিশ্চয়ই নানা সমঝোতা করতে হয়, এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমি নিজের যোগ্যতার জোরে এত দূর এসেছি।’

রাজকুমার রাও আরও বলেন, ‘আমি জানি, বলিউডে “কাস্টিং কাউচ” আছে। বলিউডে নতুন যাঁরা আসেন, তাঁদের নানাভাবে এর শিকার হতে হয়। তার মানে এই নয় যে সবাইকে তা হতে হয়। যেমন আমাকে হতে হয়নি।’

জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতা রাজকুমার রাও নানা প্রশ্নের পাশাপাশি ‘কাস্টিং কাউচ’ নিয়ে তাঁর মতামত জানান। চলচ্চিত্র জগতের বাইরে থেকে এসে মাত্র সাত বছরের মধ্যে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। এ ক্ষেত্রে তাঁকে কোনো সমঝোতা করতে হয়েছে? রাজকুমার বলেন, ‘কখনোই তা করতে হয়নি। বলিউডে কাজ পেতে গেলে নিশ্চয়ই নানা সমঝোতা করতে হয়, এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমি নিজের যোগ্যতার জোরে এত দূর এসেছি।’

রাজকুমার রাও আরও বলেন, ‘আমি জানি, বলিউডে “কাস্টিং কাউচ” আছে। বলিউডে নতুন যাঁরা আসেন, তাঁদের নানাভাবে এর শিকার হতে হয়। তার মানে এই নয় যে সবাইকে তা হতে হয়। যেমন আমাকে হতে হয়নি।’]

‘বরেলি কি বরফি’ আর ‘নিউটন’ ছবির চূড়ান্ত সাফল্যের পর বলিউড তারকা রাজকুমার রাও এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘শাদি মেঁ জরুর আনা’র প্রচারণায়। সম্পূর্ণ দেশি রোমান্সের ওপর নির্মিত ছবিটি মুক্তি পাবে ১০ নভেম্বর। প্রচারণা চালাতে গিয়ে তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমের।

জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতা রাজকুমার রাও নানা প্রশ্নের পাশাপাশি ‘কাস্টিং কাউচ’ নিয়ে তাঁর মতামত জানান। চলচ্চিত্র জগতের বাইরে থেকে এসে মাত্র সাত বছরের মধ্যে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। এ ক্ষেত্রে তাঁকে কোনো সমঝোতা করতে হয়েছে? রাজকুমার বলেন, ‘কখনোই তা করতে হয়নি। বলিউডে কাজ পেতে গেলে নিশ্চয়ই নানা সমঝোতা করতে হয়, এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমি নিজের যোগ্যতার জোরে এত দূর এসেছি।’

রাজকুমার রাও আরও বলেন, ‘আমি জানি, বলিউডে “কাস্টিং কাউচ” আছে। বলিউডে নতুন যাঁরা আসেন, তাঁদের নানাভাবে এর শিকার হতে হয়। তার মানে এই নয় যে সবাইকে তা হতে হয়। যেমন আমাকে হতে হয়নি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

০৩:৩৭ মিঃ, নভেম্বর ৯, ২০১৭

একটি দেশের গণতান্ত্রিক শাসন ব্..

০৯:৪৫ মিঃ, জানুয়ারি ৭, ২০১৮

উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিন..




Designed & Developed by TechSolutions BD