কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..
মোঃহারুনুর রশিদ কচুয়া উপজেলা প্রতিনিধিঃ | অক্টোবর ৫, ২০২১
.চাদঁপুরের কচুয়া উপজেলা ১নং সাচার ইউনিয়ন অন্তর্গত বায়েক মোরের ৫০ফিট দক্ষিণে পূর্বের ন্যায় আবারো ও ঢাকা-কচুয়া গামী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। স্হানীয় জনগন বলছেন ঢাকা-কচুয়া গামী এই তিন রাস্তার মুখ দিন দিন ভয়াবহ রুপ নিচ্ছে। তিন রাস্তার এই মুখটি যেন গাড়িচালকসহ যাতায়াতকারী যাত্রীদের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। কারণঃতিন রাস্তার মুখে নেই কোন সংকেত, নেই কোন স্প্রীড বেকার,সাধারণ জনগন মনে করছেন,এই তিন রাস্তার মুখটিতে যদি কোন সংকেত বা কোন স্প্রীডবেকার থাকতো,তাহলে অনেকের মায়ের কোল এভাবে খালি হতোনা। ঢাকা-কচুয়া গামী এই তিনটি রাস্তার মুখের বিষয়ে বিভিন্ন চ্যানেলে ও পত্রিকায় নিউজ করা হলেও এ বিষয়ে স্হানীয় প্রশাসন ও স্হানীয় এমপি মহোদয় কোন প্রদক্ষেপ নেয়নি। তাই সাধারণ জনগণের স্হানীয় প্রশাসন ও এমপি মহোদয়ের নিকট জোড়ালো দাবী জানাচ্ছে যে,তিন রাস্তার মুখোমুখি সংঘর্ষ বা বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে যাতায়াতকারী যাত্রী ও চালকদের জীবন রক্ষার্থে দ্রুত স্প্রীডবেকার ও তিনটি সংকেত স্হাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
১৫ আগস্টের ষড়যন্ত্রকারীদেরও বি..
আদর্শ বান মুজিব সৈনিক কচুয়ার জ..
জাপান আ’লীগের সাধারণ সম্পাদক ..
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ