ঢাকা, বুধবার, ফেব্রুয়ারি ১৯ ২০২৫,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি

মোঃ আকাশ মিয়াজী | অক্টোবর ২, ২০২১



চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক জনপ্রিয় ও সংসদের কনিষ্ঠ এমপি মরহুম রফিকুল ইসলাম রনি’র একমাত্র পুত্র সালমান রফিক সানি বিয়ের পিড়িঁতে বসেছেন। অনেকটা ঘটা করে দুই পরিবারের সম্মতিতে আত্মীয় স্বজনের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে শুক্রবার রাজশাহীর সেন্ট কনভেশন সেন্টারে এ বিয়ের আয়োজন সম্পন্ন হয়। কনে জাকিয়া সুলতানা জিসা রাজশাহীর মেয়ে। জিসা রাজশাহী জেলার ৪২৭ বালিয়া পুকুর (ভদ্রামোড়) এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস উদ্দিন ও মিসেস শামীমা আক্তারের জৈষ্ঠ্য (একমাত্র) কন্যা।
বর সালমান রফিক সানির চাচা চাঁদপুরের কচুয়ার আটোমোড় গ্রামের অধিবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এমদাদুল হক মিয়াজী ও চাচা বিশিষ্ট সমাজসেবক মো. ইসমাইল হোসেন মিয়াজী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। বর ও কনের নব দম্পতির তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনায় সকলের দোয়া চেয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ




Designed & Developed by TechSolutions BD