বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি
মোঃ আকাশ মিয়াজী | অক্টোবর ২, ২০২১
চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক জনপ্রিয় ও সংসদের কনিষ্ঠ এমপি মরহুম রফিকুল ইসলাম রনি’র একমাত্র পুত্র সালমান রফিক সানি বিয়ের পিড়িঁতে বসেছেন। অনেকটা ঘটা করে দুই পরিবারের সম্মতিতে আত্মীয় স্বজনের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে শুক্রবার রাজশাহীর সেন্ট কনভেশন সেন্টারে এ বিয়ের আয়োজন সম্পন্ন হয়। কনে জাকিয়া সুলতানা জিসা রাজশাহীর মেয়ে। জিসা রাজশাহী জেলার ৪২৭ বালিয়া পুকুর (ভদ্রামোড়) এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস উদ্দিন ও মিসেস শামীমা আক্তারের জৈষ্ঠ্য (একমাত্র) কন্যা।
বর সালমান রফিক সানির চাচা চাঁদপুরের কচুয়ার আটোমোড় গ্রামের অধিবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এমদাদুল হক মিয়াজী ও চাচা বিশিষ্ট সমাজসেবক মো. ইসমাইল হোসেন মিয়াজী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। বর ও কনের নব দম্পতির তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনায় সকলের দোয়া চেয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ