মাঝিগাছা প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের অর্থায়নে অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সু-রক্ষা সামগ্রী বিতরণ করা হয়
আকাশ মিয়াজী | আগস্ট ১৪, ২০২১
কচুয়া উপজেলা "মাঝিগাছা প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের অর্থায়নে" অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সু-রক্ষা সামগ্রী বিতরণ করা হয় ।
আজ (১৩ আগস্ট) শুক্রবার বিকালে মাঝিগাছা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য কর্মী রুনার কাছে প্রদান করা হয় ।
সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো. ইউসুফ মিয়াজী বলেন- মানুষের যে কোন বিপদে বিএনপি পাশে আছে।
বিএনপি গণমানুষের দল। বিশেষ করে আমার গ্রামের প্রবাসীদের সার্বিক সহযোগীতায় আজকের এই অক্সিজেন, হ্যান্ড স্যানেটাইজেশন, মাস্ক, চশমা, ও পিপি এলাকাবাসী সুরক্ষার জন্য এই স্বাস্থ্য ক্লিনিক দিয়ে যাচ্ছি।
আল্লাহ না করুক কারো যদি শ্বাসকষ্ট হয়, এখানে থেকে অক্সিজেন সেবা গ্রহন করতে পারেন।
প্রধান অতিথি ইউসুফ মিয়াজী আরো বলেন - আমি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞা জানাই প্রবাসী ভাইদের কে।
মহা এই দুর্দিনে নিজের টাকা ব্যায় করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
টেলিকনফারেন্সে নেতা কর্মিদের খোঁজ-খবর নেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রি আ ন ম এহসানুল হক মিলন
ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সার্বিক তত্বাবধানে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় । নেতা শহীদ পাটওয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ মিয়াজী, সৌদি আরব বিএনপির সহসভাপতি কাউছার হামিদ, ছাত্রদল নেতা শাহীন প্রধান, তুহিন পাটওয়ারী বাবু, শাহীন পাটওয়ারী, সজীব পাটোয়ারী, কাউছার, তুহিন মিয়াজীসহ অনেকে উপস্থিত ছিলেন । পরে পথচারীদের মাঝে মাস্ক বিতরন করেন অথিতীরা
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর