ঢাকা, সোমবার, অক্টোবর ২ ২০২৩,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

মাঝিগাছা প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের অর্থায়নে অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সু-রক্ষা সামগ্রী বিতরণ করা হয়

আকাশ মিয়াজী | আগস্ট ১৪, ২০২১



কচুয়া উপজেলা "মাঝিগাছা প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের অর্থায়নে" অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সু-রক্ষা সামগ্রী বিতরণ করা হয় ।

আজ (১৩ আগস্ট) শুক্রবার বিকালে মাঝিগাছা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য কর্মী রুনার কাছে প্রদান করা হয় ।

সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো. ইউসুফ মিয়াজী বলেন- মানুষের যে কোন বিপদে বিএনপি পাশে আছে।

বিএনপি গণমানুষের দল। বিশেষ করে আমার গ্রামের প্রবাসীদের সার্বিক সহযোগীতায় আজকের এই অক্সিজেন, হ্যান্ড স্যানেটাইজেশন, মাস্ক, চশমা, ও পিপি এলাকাবাসী সুরক্ষার জন্য এই স্বাস্থ্য ক্লিনিক দিয়ে যাচ্ছি।

আল্লাহ না করুক কারো যদি শ্বাসকষ্ট হয়, এখানে থেকে অক্সিজেন সেবা গ্রহন করতে পারেন।

প্রধান অতিথি ইউসুফ মিয়াজী আরো বলেন - আমি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞা জানাই প্রবাসী ভাইদের কে।

মহা এই দুর্দিনে নিজের টাকা ব্যায় করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

টেলিকনফারেন্সে নেতা কর্মিদের খোঁজ-খবর নেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রি আ ন ম এহসানুল হক মিলন

 ইউনিয়ন বিএনপির সভাপতি  শাহজাহান চৌধুরীর সার্বিক তত্বাবধানে  এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়  । নেতা শহীদ পাটওয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ মিয়াজী, সৌদি আরব বিএনপির সহসভাপতি কাউছার হামিদ, ছাত্রদল নেতা শাহীন প্রধান, তুহিন পাটওয়ারী বাবু, শাহীন পাটওয়ারী, সজীব পাটোয়ারী, কাউছার, তুহিন মিয়াজীসহ অনেকে উপস্থিত ছিলেন । পরে পথচারীদের মাঝে মাস্ক বিতরন করেন অথিতীরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

০৯:৫১ মিঃ, ডিসেম্বর ৩১, ২০১৭

আওয়ামীলীগ নেতা জুলফিকার আলী জু..




Designed & Developed by TechSolutions BD