ঢাকা, সোমবার, অক্টোবর ২ ২০২৩,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

পলিটেকনিক শিক্ষকদের হয়রানি ও অন্যায় বদলির প্রতিবাদে সভা

কচুয়া প্রতিনিধি | আগস্ট ১, ২০২১



মাননীয় প্রধনামন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার কর্তৃক চালুকৃত ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে রূপান্তরের অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধসহ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ৪ দফা বাস্তবায়নের দাবীতে পলিটেকনিক শিক্ষকদের বিভিন্নমূখী হয়রানিসহ অন্যায় বদলির প্রতিবাদে প্রতিবাদ সভা করা হয়েছে।

৩১ জুলাই শনিবার আইডিইবির সহ-সভাপতি কচুয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. ফজলুর রহমান খান ও সদস্য সচিব মির্জা এটিএম গোলাম মোস্তফার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ।

ভার্চুয়ালে প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মজিদ,ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক মসিউর রহমান খান,বাংলাদেশ সচিবালয় সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোতাহের হোসেন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ




Designed & Developed by TechSolutions BD