কচুয়ায় ভূমি কর ফ্রি আদায়ের নামে নায়েব তফাজ্জল হোসেন হাতিয়ে নিচ্ছে কোটি টাকা (১)
নিজস্ব প্রতিনিধি | অক্টোবর ১২, ২০২০
নিজস্ব প্রতিনিধি। কচুয়া উপজেলা ২ নং পাথৈর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: তফাজ্জল হোসেনের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ। তথ্য মতে জানাযায় ১৪০২বাংলা থেকে- ১৪২৭ বাংলা সাল পর্যন্ত ভূমি কর ফ্রি আদায়ের নির্দেশ দেন প্রশাসন। এই সুযোগে - ভূমি কর ফ্রি আদায়ের নামে নিজ মনগড়া মত টাকার অংক বসিয়ে পাথৈর মৌজার বাড়ী ও জমির মালিকদের নোটিশ প্রদান করেন।
ঐ নোটিশ অনুযায়ী খাজনা দিতে আসা মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছেন নায়েব তফাজ্জাল হোসেন ও এলাকার কিছু দালাল।
জারিকৃত নোটিশের টাকা আদায় করার কর পরে - খাজনার রশিদে টাকার অংক কম বসিয়ে মানুষ কে ধোকা দিচ্ছে তিনি।
অনেকের কাছ থেকে ১৪০২ বাংলা থেকে ১৪২৭ পর্যন্ত খাজনার টাকা নিলেও - দেখা যায় নায়েব কৌশলে পূর্বের ১/২/৩ বছর খাজনা আদায় দেখাচ্ছন।
১৪০২ বাংলা থেকে ১৪২৭ বাংলা পর্যন্ত ভূমি কর ফ্রি আদায় করার নামে নায়েব অভিনব কৌশলে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা।
এক দিকে যেমন প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। অন্যদিকে রাষ্ট্রকে ভূমি কর আয় থেকে বঞ্চিত করছেন। নায়েবের পাশে বসে সরকারী (বালাম) খাতার যাবতীয় তথ্য আদান প্রদান করছে এলাকার দালাল জাহাঙ্গীর।
প্রতারক জাহাঙ্গীর সরকারী খাতা উল্টিয়ে পাল্টিয়ে দেখার ভিডিও আমাদের কাছে রয়েছে।
এই বিষয় নায়েবের কাছে বক্তব্য জানতে চাইলে তাকে ফোনে পাওয়া যায়নি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর