ঢাকা, সোমবার, অক্টোবর ২ ২০২৩,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

কচুয়ায় ভূমি কর ফ্রি আদায়ের নামে নায়েব তফাজ্জল হোসেন হাতিয়ে নিচ্ছে কোটি টাকা (১)

নিজস্ব প্রতিনিধি | অক্টোবর ১২, ২০২০



নিজস্ব প্রতিনিধি। কচুয়া উপজেলা ২ নং পাথৈর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: তফাজ্জল হোসেনের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ। তথ্য মতে জানাযায় ১৪০২বাংলা থেকে- ১৪২৭ বাংলা সাল পর্যন্ত ভূমি কর ফ্রি আদায়ের নির্দেশ দেন প্রশাসন। এই সুযোগে - ভূমি কর ফ্রি আদায়ের নামে নিজ মনগড়া মত টাকার অংক বসিয়ে পাথৈর মৌজার বাড়ী ও জমির মালিকদের নোটিশ প্রদান করেন।

ঐ নোটিশ অনুযায়ী খাজনা দিতে আসা মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছেন নায়েব তফাজ্জাল হোসেন ও এলাকার কিছু দালাল।

জারিকৃত নোটিশের টাকা আদায় করার কর পরে - খাজনার রশিদে টাকার অংক কম বসিয়ে মানুষ কে ধোকা দিচ্ছে তিনি।

অনেকের কাছ থেকে ১৪০২ বাংলা থেকে ১৪২৭ পর্যন্ত খাজনার টাকা নিলেও - দেখা যায় নায়েব কৌশলে পূর্বের ১/২/৩ বছর খাজনা আদায় দেখাচ্ছন।

১৪০২ বাংলা থেকে ১৪২৭ বাংলা পর্যন্ত ভূমি কর ফ্রি আদায় করার নামে নায়েব অভিনব কৌশলে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা।

এক দিকে যেমন প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। অন্যদিকে রাষ্ট্রকে ভূমি কর আয় থেকে বঞ্চিত করছেন। নায়েবের পাশে বসে সরকারী (বালাম) খাতার যাবতীয় তথ্য আদান প্রদান করছে এলাকার দালাল জাহাঙ্গীর।

প্রতারক জাহাঙ্গীর সরকারী খাতা উল্টিয়ে পাল্টিয়ে দেখার ভিডিও আমাদের কাছে রয়েছে।

 এই বিষয় নায়েবের কাছে বক্তব্য জানতে  চাইলে তাকে ফোনে পাওয়া যায়নি। 

এ বিভাগের অন্যান্য সংবাদ

০৯:৩১ মিঃ, মার্চ ১৩, ২০১৮

কচুয়ায় ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম..

১০:১০ মিঃ, নভেম্বর ১৯, ২০১৭

ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধী..




Designed & Developed by TechSolutions BD