ছাত্র দিয়ে গঠন হবে কচুয়া উপজেলা ছাত্রদল : সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন
নিজস্ব প্রতিনিধি | জুলাই ১৮, ২০২০
বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক, সাবেক সফল শিক্ষাপ্রতিমন্ত্রী আ,ন,ম এহসানুল হক মিলন- টেলিকনফারেন্সে ছাত্রদল নেতা কর্মীর উদ্দেশ্য বলেন- স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দিয়ে গঠন করা হবে কচুয়া উপজেলা ছাত্রদল। অ - ছাত্র-রা কোন মূর্হুতেই ছাত্রদল করতে পারবেনা।
নিয়ম অনুযায়ী কচুয়ার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে।
রাজনীতির পাশা পাশি পড়াশোনায় তোমাদের মনযোগ দিতে হবে। শিক্ষার বিকল্প কোন কিছু নেই। যারা আওয়ামীলীগের সাথে মিলে ছাত্রদল কর্মীদের উপর হামলা করে তারা বিএনপির শত্রু।
আজ শনিবার দুপুরে কচুয়া উপজেলার ৩ নং বিতারা ইউনিয়ন ৯ নং ছাত্রদল সভাপতি মো: নাছির উদ্দিনের উপর হামলার প্রতিবাদে আলোচনা সভায় ভিডিও কলে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক মায়া, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল, ৩ নং বিতারা ছাত্রদলের সভাপতি মো: দেলোয়ার হোসেন পাটওয়ারী,সাচার কলেজ শাখা ছাত্রদল নেতা মো: কবির হোসেন। সাধারণ সম্পাদক তুহিন,ছাত্রনেতা জাহাঙ্গীর সহ নেতৃবৃন্দ।
জানাযায় ৩নং বিতারা ইউনিয়ন ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ নাছির উদ্দিনে কে শুক্রবার সন্ধায় আলীয়ারা মোড়ে স্থানীয় যুবলীগ নেতা কর্মীরা মারধর করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও ক..
কচুয়ায় আলীয়ারা রাজবাড়ীতে মঙ্গল..
বঙ্গবন্ধুর রাষ্ট্রদর্শন দেশ পর..
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ