কচুুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের খিড্ডা -বরুচর – সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি এলাকা বাসির। সড়কটি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের নামে নামকরণের দাবি এলাকা বাসির
নিজস্ব প্রতিনিধ | জুলাই ৬, ২০২০
কচুুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের খিড্ডা -বরুচর – সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি এলাকা বাসির। সড়কটি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের নামে নামকরণের দাবি এলাকা বাসির। স্টাফ রিপোর্টঃ কচুুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের খিড্ডা বাজার থেকে বরুচর সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি এলাকা বাসির। জানা যায় দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচল অযোগ্য হয়ে আছে।বর্ষার সময় রাস্তাটি চলাচলের জন্য একবারেই অনুপযোগী হয়ে পরে। খিড্ডা বাজার থেকে বরুচর হয়ে ৩ কিলোমিটার আঞ্চলিক সড়কটি চান্দিনা উপজেলার নবাবপুর বাজারের সাথে মিলিত হয়েছে।এ রাস্তা দিয়ে প্রতি দিন হাজার হাজার মানুষ চলাচল করে। রাস্তার এমন বেহাল দশার কারণে বর্তমানে তা দিয়ে মানুষ ও যানবাহন চলা অসম্ভব হয়ে দাড়িয়েছে। এ সময় এলাকাবাসী রাস্তাটি সংস্কার করার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সড়ক নামে নামকরণ করার জোড়ালো দাবি জানান। এলাকাবাসী জনচলাচলের সুবিধা বিবেচনা করে অচিরেই রাস্তাটি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সড়ক নামে নামকরণ করে পাকা করনের জন্যে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী জননেতা ড.মহীউদ্দীন খান আলমগীর এমপিসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সর্বস্তরের জনগণ
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ