কচুয়ার কাদলা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি পদে এগিয়ে ইউনুস প্রধান
ওমর ফারুক সাইম, কচুয়া॥ | সেপ্টেম্বর ১৯, ২০১৯
চাঁদপুরের কচুয়া উপজেলার ৮ নং কাদলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতি ক্রমে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে মোঃ সোহেল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এবং সভাপতি পদে জনসমর্থনে মোঃ ইউনুস প্রধান এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দোঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মোহন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনের আলোচনা সভায় বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ আলমগীর তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লালু, সদস্য আলী মোর্তুজা পাটওয়ারি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোবারক হোসেন, আওয়ামী লীগ নেতা স্বপন পাঠান, জহিরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তার হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক গাজী মোঃ মনির হোসেন প্রমূখ।এসময় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুব লীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে ৮ নং কাদলা ইউনিয়নের অন্তভূক্ত ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে মোঃ সোহেল রানাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
অপরদিকে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে মোঃ ইউনুস প্রধান জনসমর্থনে এগিয়ে আছে। সভাপতি পদে অনান্য প্রার্থীরা হল জাহাঙ্গীর মুন্সি এবং তাজুল ইসলাম। সম্মেলন শেষে মোঃ ইউনুস প্রধানকে সভাপতি করার দাবীতে দোঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি দোঘর ঈদগাহ ময়দানে এসে শেষ হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ