কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দিন কুমিল্লা জেলা পরিষদের নির্বাহী অফিসার
মো: আকাশ মিয়াজী | আগস্ট ৩১, ২০১৯
কচুয়ার কৃতি সন্তান মো: হেলাল উদ্দিন কুমিল্লা জেলা পরিষদের নির্বাহী অফিসার
চাঁদপুরে কচুয়া উপজেলার কৃতিসন্তান গুতপুর গ্রামের অধিবাসী মো: হেলাল উদ্দিন কুমিল্লা জেলা পরিষদের নির্বাহী অফিসার( উপ- সচিব)
তিনি ২২ তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ প্রশাসন বিভাগে যোগদান করেন।
সততা ওন্যায় নীতি ভাবে বিভিন্ন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে কুমিল্লা সিটি কর্পোরেশন সচিব হিসেবে বেশ সুনাম অর্জন করেন।
বর্তমানে মো: হেলালা উদ্দিন কুমিল্লা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার দায়িত্বে আছেন। এদিকে কচুয়া বাসী সচেতন মহল বলেন- মো: হেলাল উদ্দিন আমাদের পুরো কচুয়ার গর্ব। সততা ও ন্যায় নীতিবান অফিসার হিসেব ইতিমধ্যে বিভিন্ন জেলায় সু-নাম অর্জন করছেন।
আমরা তাঁর সুন্দর জীবন কামনা করছি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর