শতভাগ সাফল্যের শীর্ষে মাঝিগাছা এম,এম,উচ্চবিদ্যালয়। প্রধান শিক্ষকের কৃতজ্ঞতা প্রকাশ
মো: আকাশ মিয়াজী | মে ১২, ২০১৯
শতভাগ সাফল্যের শীর্ষে মাঝিগাছা এম,এম, উচ্চবিদ্যালয়। প্রধান শিক্ষকের কৃতজ্ঞতা প্রকাশ
নিজস্ব প্রতিনিধি। সদ্য প্রকাশিত এস এস সি ও সমমান পরীক্ষায় শত ভাগ পাস করছেন কচুয়া উপজেলার ঐতিহ্য বাহী মাঝিগাছা এম,এম, উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠিতত্ব এস এস সি পরীক্ষায় ১৭২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। তার ৮ টি জিপি এ- ৫ সহ বিভিন্ন গ্রেডে সবাই উত্তীর্ণ হয়।
এদিকে গৌরবময় ফলাফল অর্জন করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষাবীদ মো: মামুন অর রশিদ কচুয়া বাণীর একান্ত সাক্ষাৎ কালে বলেন- ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ওঅভিভাকদের কাছে কৃতজ্ঞ।
সবার আন্তরিকতায় মহান রাব্বুল আলামীদের দয়ায় এই গৌরবময় ফলাফল অর্জন করতে পেরেছি।
আগামীতে যেন ভালো ফলাফল অর্জন করতে পারি সবার দোয়া ও সহযোগীতা কামনা করছি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ