স্বদেশ বার্তা পরিবারের সাথে অধ্যাপক জাফর ইকবাল দম্পতির সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি | মে ৪, ২০১৯
স্বদেশ বার্তা পরিবারের সাথে অধ্যাপক জাফর ইকবাল দম্পতির সৌজন্য সাক্ষাৎ
জনপ্রিয় লেখক ও কলামিস্ট, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রী শিক্ষাবিদ অধ্যাপক ড. ইয়াসমিন হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার প্রথম ও জনপ্রিয় বাংলা সংবাদপত্র 'স্বদেশ বার্তা'র প্রধান সম্পাদক ফয়সাল আজাদ ও সাবেক ব্যবস্হাপনা সম্পাদক এনামুল হক। এসময় অধ্যাপক জাফর ইকবালের হাতে স্বদেশ বার্তা পত্রিকার মে-১৯ সংখ্যাটি তুলে দেন প্রধান সম্পাদক ফয়সাল আজাদ।
বৃহস্পতিবার (২ মে) সিডনি সিটির বাংলা টাউনে গ্রামীন চটপটি হাউজে অধ্যাপক জাফর ইকবালের ভাই, বাংলাদেশের জনপ্রিয় লেখক প্রয়াত হুমায়ুন আহমেদের এক ভক্তের দেয়াল অংকন দেখতে আসেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ড. ইয়াসমিন হক।গ্রামীন রেস্টুরেন্ট এর স্বতাধিকারী সৈয়দ আশরাফুল হক ও ব্যবস্হাপক নাহিয়ান আজমল,প্রশান্তিকার বার্তা সম্পাদক আরিফুর রহমান, স্বদেশ বার্তা পরিবারের সদস্যবৃন্দ এবং বাঙ্গালী কমিউনির সদস্যদের সাথে সাম্প্রতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ভ্রমন নিয়ে আলোচনা করেন জাফর ইকবাল দম্পতি ।
উল্লেখ্য যে, অস্ট্রেলিয়ায় বসবাসরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাষ্ট) সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীরা মিলে গড়ে তুলেছেন সাস্ট অ্যালামনাই অস্ট্রেলিয়া। সাস্ট আ্যালামনাই'র উদ্যোগে গত ২৭ এপ্রিল ২০১৯ সিডনির গ্রীন একর লিবার্টি হিল ক্রিশ্চিয়ান সেন্টারে অনুষ্ঠিত হয়েছে সাস্ট অ্যালামনাই অস্ট্রেলিয়ার পুনর্মিলনী-২০১৯ এবং নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান। উক্ত অনুষ্টানে অংশগ্রহণ করেন অধ্যাপক জাফর ইকবাল দম্পতি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর