কচুয়ার কৃতিসন্তান সাবেক সফল ছাত্রনেতা নাছির মোল্লার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার।
মো: আকাশ মিয়াজী | এপ্রিল ২৭, ২০১৯
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে কে বা কাহারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া প্রবাসী চাঁদপুর কচুয়ার কৃতি সন্তান ৩ নং বিতার ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক ও সাচার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ- সভাপতি মোহাম্মদ নাসির মোল্লা বিরুদ্ধে আপত্তিকর ছবি প্রকাশ তার সম্মানহানি করার চেষ্টা করছে।
রোজিনা আক্তার নিসাদ নামর আইডি থেকে নাসির মোল্লার নামে বিভিন্ন মিথ্যা বানোয়াট তথ্য বিহিন নিউজ প্রকাশ করে আসছে। সাবেক এই জনপ্রিয় ছাত্রনেতাকে সমাজে হেয় প্রতিপন্ন করার নানান চেষ্টা করে যাচ্ছে একটি মহল।।
নাসির মোল্লা এই প্রতিবাদে বলেন মালয়েশিয়াতে আমি দীর্ঘদিন যাবদ রাজনীতির পাশাপাশি সুনামের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে আসছি। মালয়েশিয়া প্রবাসীদের কাছে আমার যথেষ্ট সুনাম রয়েছে। আমার সুনাম ও জনপ্রিয়তা নষ্ট করার জন্য একটি কুচুক্রি মহল উঠে পরে লেগেছে। ফেইসবুকে আমার সুনাম নষ্ট করার চেষ্টা করেছে। সন্দেহ তালিকায় অনেকের নাম রয়েছে। এই আইডি কে বা কাহারা চালায় ইতিমধ্যে আমার কাছে তথ্য আছে। সাইবার ক্রাইম আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। মামলা করার পর অপরাধীদের নাম জানতে পারবেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ