ঢাকা, বুধবার, ফেব্রুয়ারি ১৯ ২০২৫,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

কচুয়ার কৃতিসন্তান সাবেক সফল ছাত্রনেতা নাছির মোল্লার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার।

মো: আকাশ মিয়াজী | এপ্রিল ২৭, ২০১৯



সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে কে বা কাহারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া প্রবাসী চাঁদপুর কচুয়ার কৃতি সন্তান ৩ নং বিতার ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক ও সাচার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ- সভাপতি  মোহাম্মদ নাসির মোল্লা বিরুদ্ধে আপত্তিকর ছবি প্রকাশ তার সম্মানহানি করার চেষ্টা করছে।

রোজিনা আক্তার নিসাদ নামর আইডি থেকে নাসির মোল্লার নামে বিভিন্ন মিথ্যা বানোয়াট তথ্য বিহিন   নিউজ  প্রকাশ করে আসছে। সাবেক এই জনপ্রিয় ছাত্রনেতাকে  সমাজে হেয় প্রতিপন্ন করার নানান চেষ্টা করে যাচ্ছে একটি মহল।।

নাসির মোল্লা এই প্রতিবাদে বলেন মালয়েশিয়াতে আমি দীর্ঘদিন যাবদ রাজনীতির পাশাপাশি সুনামের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে আসছি। মালয়েশিয়া প্রবাসীদের কাছে আমার যথেষ্ট সুনাম রয়েছে। আমার সুনাম ও জনপ্রিয়তা নষ্ট করার জন্য একটি কুচুক্রি মহল উঠে পরে লেগেছে। ফেইসবুকে আমার সুনাম নষ্ট করার চেষ্টা করেছে। সন্দেহ তালিকায় অনেকের নাম রয়েছে। এই আইডি কে বা কাহারা চালায় ইতিমধ্যে আমার কাছে তথ্য আছে। সাইবার ক্রাইম আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। মামলা করার পর অপরাধীদের নাম জানতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

এ বিভাগের অন্যান্য সংবাদ

০৯:৪৩ মিঃ, জানুয়ারি ২৮, ২০১৮

জাপানে আওয়ামীলীগের নতুন আহ্বায়..

১২:৪৫ মিঃ, ফেব্রুয়ারি ১৭, ২০১৮

জাপানে আওয়ামীলীগের নতুন কার্যা..




Designed & Developed by TechSolutions BD