ভোটারদের যেকোন সমস্যা- সমাধান করার চেষ্টা করবো: নির্বাচন অফিসার ওবায়েদুর রহমান
মো: আকাশ মিয়াজী | এপ্রিল ২৫, ২০১৯
চাঁদপুরের কচুযা উপজেলার নবাগত নির্বাচন অফিসার মো: ওবায়েদুর রহমান কচুয়া বাণীর একান্ত সাক্ষাত বলেছেন - আমার কার্যালয়ে আসা ব্যক্তিদের -যে কোন সমস্যা- দ্রুত সমাধানের চেষ্টা করবো।
ভোটারা বিভিন্ন অভিযোগ নিয়ে আসেন আমাদের কাছে, আমি আমার জায়গা থেকে ভোটারদের সমস্যার কথা শুনে নিয়ম অনুযায়ী কাজ করে দিবো।
নির্বাচন অফিসে আসা কোন ভোটার যাতে অহেতুক হয়রানি না হয় আমার অফিসের স্টাফদের বলে দিয়েছি। জনগণের সঠিক সেবা করতে পারলে সকারের সু-নাম বৃদ্ধি পাবে।
১৮ বছর পূর্ত প্রতিটি নাগরিকের ভোটার হওয়ার মৌলিক অধিকার। আমি সবাই কে আহ্বান করবো সঠিক তথ্য দিয়ে নিয়ম অনুযায়ী যথা সময় ভোটার হয়ে যান।
ভুল তথ্য দিয়ে ভোটার হবেনা। কারন ইচ্ছাকৃত ভূুলে আপনি আগামীতে হয়রানি হবেন। এর দায়বার কে নিবেনা।
নির্বাচন অফিসার ওবায়েদুর রহমান আলো বলেন- অর্পিত দায়িত্ব পালন করতে সবার সহযোগীতা কামনা করছি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ