ঢাকা, বুধবার, ফেব্রুয়ারি ১৯ ২০২৫,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

ভোটারদের যেকোন সমস্যা- সমাধান করার চেষ্টা করবো: নির্বাচন অফিসার ওবায়েদুর রহমান

মো: আকাশ মিয়াজী | এপ্রিল ২৫, ২০১৯



চাঁদপুরের কচুযা উপজেলার নবাগত নির্বাচন অফিসার মো: ওবায়েদুর রহমান কচুয়া বাণীর একান্ত সাক্ষাত  বলেছেন - আমার কার্যালয়ে আসা ব্যক্তিদের -যে কোন সমস্যা- দ্রুত সমাধানের চেষ্টা  করবো।

ভোটারা বিভিন্ন অভিযোগ নিয়ে আসেন আমাদের কাছে, আমি আমার জায়গা থেকে ভোটারদের  সমস্যার কথা শুনে নিয়ম অনুযায়ী কাজ করে দিবো।

নির্বাচন অফিসে আসা কোন ভোটার যাতে অহেতুক হয়রানি না হয় আমার অফিসের স্টাফদের বলে দিয়েছি। জনগণের  সঠিক সেবা করতে পারলে সকারের সু-নাম বৃদ্ধি পাবে। 
 
১৮ বছর পূর্ত প্রতিটি নাগরিকের ভোটার হওয়ার মৌলিক অধিকার।   আমি সবাই কে আহ্বান করবো সঠিক তথ্য দিয়ে নিয়ম অনুযায়ী যথা সময় ভোটার হয়ে যান।
ভুল তথ্য দিয়ে ভোটার হবেনা। কারন ইচ্ছাকৃত ভূুলে আপনি আগামীতে হয়রানি হবেন। এর দায়বার কে নিবেনা।

 নির্বাচন অফিসার ওবায়েদুর রহমান আলো বলেন- অর্পিত দায়িত্ব পালন করতে সবার সহযোগীতা কামনা করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

১০:৫০ মিঃ, মার্চ ১৮, ২০১৮

পাল্টে দেবে আপনার মানসিকতা আপন..

০৫:৪৩ মিঃ, ফেব্রুয়ারি ১১, ২০১৮

সম্পাদক মন্ডলীর সভাপতি নির্বাচ..




Designed & Developed by TechSolutions BD