হাজী শাহজাহান আলখারিজের যুবলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার | এপ্রিল ২০, ২০১৯
হাজী শাহজাহান রিয়াদের আলখারিজের যুবলীগের সভাপতি নির্বাচিত ফুলেল শুভেচ্ছা অভিনন্দন।
বিশেষ প্রতিনিধি। কচুয়ার অভয়পাড়া গ্রামের কৃতিসন্তান সাবেক সফল ছাত্রলীগ নেতা তরুন সমাজ সেবক ওদানবির হাজী মো: শাহজাহান সৌদি আরব রিয়াদ আলখারিজ জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় বাইছাড়া মুজিব নগরের পক্ষ থেকে ফুলেল ও অভিনন্দন জানিয়েছেন যুবলীগও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সর্বস্তরের মানুষ ভালোবাসার পাত্র হয়েছেন হাজী শাহজাহান।
এলকায় খোঁজ নিয়ে জানা যায়- দলমত নির্বিশেষ যে কোন অসহায় ব্যক্তির বিপদে পাশে দাঁড়ান তিনি।
মসজিদ মাদ্রাসা, রাস্তাঘাট সহ যে কোন সামাজিক কাজে অর্থদিয়ে সহযোগিতা করে যাচ্ছেন তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর