ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১০ ২০২৪,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

মরহুমের জন্য দোয়া চাই: সমাজের যেকোন ভালো কাজের সাথে আমি আছি- আবুল কালাম

স্টাফ রিপোর্টার | এপ্রিল ১৯, ২০১৯



কচুয়ায় মরহুম মো: শামছুল হক প্রধানের' মাগফিরাতের জন্য দোয়া ও মিলাদ মাহফিল 

কচুয়া বাণীর উদ্যোগে,ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলাম প্রধান এর পিতা কচুয়া উপজেলা পরানপুর গ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজ সেবক  মরহুম মো: শামছুল হক প্রধান'র বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 আজ ১৯ এপ্রিল বাদ আছর শেষে চাঁনপাড়া মিয়াজী বাড়ীতে সংগ্রামের পূর্বের মেম্বার আলহাজ্ব মো: গনি মিয়া (১২০) এর সভাপতিত্বে কচুয়া বাণী নিউজ পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক মো: আকাশ মিয়াজীর পরিচালনায়  বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাব এর সিনিয়র সাংবাদিক মো: আতাউল করিম,
কচুয়ার প্রথম পত্রিকা কচুয়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক মো: হাবিব উল্ল্যাহ (হাবিব), কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জিসান আহমেদ,নান্নু, ১নং হরিপুর ওয়ার্ড মেম্বার মো: ইসমাইল মোল্লা, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য কচুয়া বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী মো: আবুল কালাম আজাদ বলেন - মরহুম শামছুল হক প্রধান কর্মময় জীবনে তিনি একজন গ্রামের শালিস,ছিলেন,  
ঐ গ্রামে দীর্ঘ দিন নেতৃত্ব দিয়েছেন, তাঁর ছেলে আজ ঢাকায় সাংবাদিকের নেতৃত্ব দিচ্ছে, আমি মরহুমের আত্মার শান্তির জন্য আপনাদের কাছে দোয়া চাই।
সমাজের যে কোন ভালো কাজে আমাকে আপনার পাশে রাখবেন এবং ডাকবেন।  আমি সব সময় ভালো কাজের সাথে আছি এবং আগামীতে থাকবো।

দোয়া মিলাদে  উপস্থিত ছিলেন, প্রবীণ মেম্বর হাজী মো: নুরুল ইসলাম, হাজী মো: নুরু মিয়া,কচুয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি মো: আরিফুল ইসলাম দিপু,দৈনিক ইনকেলাবের কচুয়া প্রতিনিধি মো: কাউছার আহমে,  মো: শাহাজালাল মাষ্টার, মো: রফিক প্রধান,মো: তাফাজ্জল হোসেন মোল্লা, শেরে জাহান, মধ্যপাড়া মসজিদের খতিব,মাওলানা বিল্লাল,মাওলানা মাহমুদুল হাসান মো: জলিল মিয়াজী ও চাঁনপাড়া ইব্রাহীমিয়া নূরানী হাফেজিয়া এতিম খানার শিক্ষক ও নায়েবে রাসুল, সাংবাদি বিল্লাল মাসুম, সাংবাদিক ইসমাইল হোসেন বিপ্লবও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। 

দোয়া মিলাদে মরহুম ও সকল মুমিন মোসলমাদের জন্য দোয়া কামনা করা হয়। মিলাদ শেষে তাবারুক বিতরন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ




Designed & Developed by TechSolutions BD