কচুয়ায় আলীয়ারা রাজবাড়ীতে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ
মো: আকাশ মিয়াজী | এপ্রিল ১৫, ২০১৯
কচুয়ায় আলীয়া রাজবাড়ীতে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ
মো: আকাশ মিয়াজী। মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪২৬ কে বরণ করে নিয়েছে কচুয়াবাসী। পহেলা বৈশাখ আলীয়ারাজ বাড়ীর উদ্যোগে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা বের হয়।
শোভাযাত্রাটি রবিবার সকাল ৮টায় আলীয়ারাজ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে আলীয়া বাজারে প্রদক্ষিণ করে বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে আলীয়ারাজ স্কুল মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা আয়োজন করা হয়।
শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আইন সহায়তা কেন্দ্রে বাংলাদেশ এর পরিচালক সিনিয়র দায়রা জজ মো: আমিনুল ইসলাম।, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোশাররফ হোসেন চুন্নু, জেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকন আরা রত্ন, ডা এম,ে তাহের প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
অনুষ্ঠান শেষে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতর করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর