ঢাকা, সোমবার, অক্টোবর ২ ২০২৩,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

কচুয়ায় আলীয়ারা রাজবাড়ীতে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ

মো: আকাশ মিয়াজী | এপ্রিল ১৫, ২০১৯



কচুয়ায় আলীয়া রাজবাড়ীতে  মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ

মো: আকাশ মিয়াজী। মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪২৬ কে বরণ করে নিয়েছে কচুয়াবাসী। পহেলা বৈশাখ আলীয়ারাজ বাড়ীর উদ্যোগে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা বের হয়।

 শোভাযাত্রাটি রবিবার সকাল ৮টায় আলীয়ারাজ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে  শুরু করে আলীয়া বাজারে  প্রদক্ষিণ করে  বিদ্যালয়ের  সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে আলীয়ারাজ স্কুল মাঠে  এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা আয়োজন করা হয়। 

শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আইন সহায়তা কেন্দ্রে বাংলাদেশ এর পরিচালক সিনিয়র দায়রা জজ মো: আমিনুল ইসলাম।, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোশাররফ হোসেন চুন্নু, জেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকন আরা রত্ন, ডা এম,ে তাহের প্রমুখ।  অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

অনুষ্ঠান শেষে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ




Designed & Developed by TechSolutions BD