বয়স্ক, বিধবা,প্রতিবন্ধী ভাতার অনিয়মের বিরুদ্ধে কাজ করবেন সুপ্রিম কোর্টের আইনজীবি আব্দুল খালেক
নিজস্ব প্রতিনিধি | এপ্রিল ১০, ২০১৯
গত ৯ এপ্রিল ছিলো কচুয়ারকৃতিসন্তান বিশিষ্ট সমাজ সেবক এ্যাড মো: আব্দুল খালেক এর শুভ জন্মদিন। শুভ জন্মদি উপলক্ষে কচুয়া বাণীর একান্ত সাক্ষাত কালে বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবি এ্যাড, মো: আব্দুল খালেক বলেছেন - সমাজের অসহায় অবহেলিত গরীব দু:খি মানুষের কল্যাণে কাজ করতে চাই। নিজে ভালো খেলে ও ভালো থাকলে চলবেনা, পাশের সবাইকে ভাল রাখতে।
বিশেষ করে আমার জন্মদিনে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও ফেসবুক বন্ধুরা অনেক শুভেচ্ছা ও বিভিন্ন ভাবে দোয়া করেছেন, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
এ্যাড. মো: আব্দুল খালেক আরো বলেন- সমাজের বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা, যারা পাওয়ার যোগ্য তারা পায়না। অনেক জনপ্রতিনিধি নিয়মনীতি কে তোয়াক্কা না করে অর্থের বিনিময় অপ্রাপ্ত ব্যাক্তি এই ভাতা দিচ্ছি। আমি এই অনিয়মের বিরুদ্ধে কঠোর ভাবে হস্তকরবো।
আমার জন্মস্থান পাথৈর গ্রামে বিভিন্ন ভাতা বন্টনে যে অনিয়ম হয়েছে, এর বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে এই অন্যায়ের কার্যক্রম শুরু করবো।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর