ঢাকা, সোমবার, অক্টোবর ২ ২০২৩,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

বয়স্ক, বিধবা,প্রতিবন্ধী ভাতার অনিয়মের বিরুদ্ধে কাজ করবেন সুপ্রিম কোর্টের আইনজীবি আব্দুল খালেক

নিজস্ব প্রতিনিধি | এপ্রিল ১০, ২০১৯



গত ৯ এপ্রিল ছিলো কচুয়ারকৃতিসন্তান বিশিষ্ট সমাজ সেবক এ্যাড মো: আব্দুল খালেক এর শুভ জন্মদিন। শুভ জন্মদি  উপলক্ষে কচুয়া বাণীর একান্ত সাক্ষাত কালে বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবি  এ্যাড,  মো: আব্দুল খালেক বলেছেন - সমাজের অসহায় অবহেলিত গরীব দু:খি মানুষের কল্যাণে কাজ করতে চাই। নিজে ভালো খেলে ও ভালো থাকলে চলবেনা, পাশের সবাইকে ভাল রাখতে।

বিশেষ করে আমার জন্মদিনে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও ফেসবুক বন্ধুরা অনেক শুভেচ্ছা ও বিভিন্ন ভাবে দোয়া করেছেন, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। 

এ্যাড. মো: আব্দুল খালেক আরো বলেন-  সমাজের বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা, যারা পাওয়ার যোগ্য  তারা পায়না।  অনেক জনপ্রতিনিধি নিয়মনীতি কে তোয়াক্কা না করে অর্থের বিনিময় অপ্রাপ্ত ব্যাক্তি এই ভাতা  দিচ্ছি। আমি এই  অনিয়মের বিরুদ্ধে কঠোর ভাবে হস্তকরবো।

আমার জন্মস্থান পাথৈর গ্রামে বিভিন্ন ভাতা বন্টনে যে অনিয়ম হয়েছে, এর বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে এই অন্যায়ের কার্যক্রম শুরু করবো।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ




Designed & Developed by TechSolutions BD