ঢাকা, সোমবার, অক্টোবর ২ ২০২৩,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

কচুয়ার কৃতিসন্তান মাহমুদুল হাসান ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

মো: আকাশ মিয়াজী | এপ্রিল ৭, ২০১৯



নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক  নির্বাচিত হলেন সোনারগাঁ উপজেলার হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান ভূঁইয়া।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ ইং উপজেলা ভিক্তিক সোনারগাঁও উপজেলার শ্রেষ্ঠ এবং জেলা ভিক্তিক নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত সোনারগাঁও উপজেলার হোসেনপুর এস,পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান ভূঁইয়া।তিনি চাদঁপুর জেলার কচুয়া উপজেলার নলুয়া গ্রামের কৃতিসন্তান।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান ভূঁইয়া জানান- ২০১৩ সালে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকে চেষ্টা করে যাচ্ছি লেখাপড়া মান উন্নত করার জন্য।শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিদের যৌথ প্রচেষ্টায় শিক্ষার মান উন্নতি করতে পেরেছি।আশা করি পূর্বের ন্যায় সকলের  সহযোগিতা পেলে সামনে আরো বহুদূর এগিয়ে যেতে পারবো।
হোসেনপুর এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ বজলুর রহমান( সিআইপি)জানান,মাহমুদুল হাসান ভুইয়া জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নিবার্চিত হওয়ায় আমরা সবাই আনন্দিত।আশা করি মাহমুদুল হাসান ভুইয়ার হাত ধরে আমাদের হোসেন পুর এসপি ইউনিয়ন বিদ্যালয়টি জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের মর্যাদা লাভ করবে।

মোঃ মাহমুদুল হাসান ভুইয়া কুমিল্লা বোর্ডের অধীনে ১৯৯০ সালে এস,এস,সি ও ১৯৯২ সালে কুমিল্লা সরকারি কলেজ থেকে এইচ, এস,সি পাশ করেন।১৯৯৪ সালে সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় থেকে বি,এসসি পরে ১৯৯৯ সালে ঢাকা টিচার ট্রেনিং কলেজ থেকে বি,এড।২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ই আর থেকে এম,এড ডিগ্রি অর্জন করেন।এছাড়া শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে এম,এ ডিগ্রি অর্জন করেন।ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের জনক।

এ বিভাগের অন্যান্য সংবাদ




Designed & Developed by TechSolutions BD