কচুয়ার ঐতিহ্যবাহী সাজিরপাড় অলিপুর মুন্সি বাড়ী মাহফিল অনুুষ্ঠিত।
মো: শরীফুল ইসলাম কচুয়া থেকে। | ফেব্রুয়ারি ১৫, ২০১৯
কচুয়ার ঐতিহ্যবাহী সাজিরপাড় অলিপুর মুন্সী বাড়ী মাহ্ফিল অনুষ্ঠিত
মোঃ শরীফুল ইসলাম।
চাঁদপুরের কচুয়া উপজেলা ঐতিহ্যবাহী সাজিরপাড় অলিপুর মুন্সী বাড়ী পীরে কামেল আব্দুল হামিদ আলী বড় মুন্সী সাহেব (রহ:) এর ৫৩তম বার্ষিক আজিমুশ্বান ইছালে ছাওয়াব ও দোয়ার মাহ্ফিল অনুষ্ঠিত। গত ১৪ ফেব্রুয়ারি অলিপুর মুন্সীবাড়ী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে রাহমানীয়া কাফেলা বাংলাদেশ এর সম্মানিত আমীর, পীরে কামেল আওলাদে অলি আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আবু বকর ছিদ্দীক আল-কাশেমী বানিয়াপাড়া পীর সাহেবের সভাপতিত্বে হাফেজ মাওলানা মোঃ কামরুজ্জামান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে তাফসীর পেশ করেন, আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন দক্ষিণ এশিয়া অন্যতম তাফসির কারক মোফাস্সীরে কোরআন ইসলামী চিন্তাবীদ, হযরত মাওলানা ড. আল্লামা শাইখুল ইসলাম (শাইখ), বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে তাফসীর পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাস্সীরে কোরআন, অনীল বর্ষী বক্তা, ইসলামী চিন্তাবীদ আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল মান্নান সাহেব, কাচিয়ারা। বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ, আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওঃ মুফতি ছাইদুল জামান নুর সাহেব, আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব, ফার্সি কবি ও মোহতামিম-বাইছারা হযরত আয়েশা ছিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসা।
অত্র এলাকার ধর্মীয় অনুরাগীদের সার্বিক সহযোগিতায় মাহ্ফিলটি পরিচালিত হয়ে আসছে। সাজিরপাড় মুন্সী যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ মফিজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ মজিবুর রহমান, সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম, ক্যাশিয়ার হযরত আলী, হুমায়ুন কবির, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান শাহিন, মহিউদ্দিন মুন্সী, হাফেজ কামরুজ্জামান, মোঃ স্বপন, মোঃ খলিলুর রহমান, তাফাজ্জল হোসেন প্রমূখ। উক্ত মাহ্ফিল সফল ভাবে সম্পন্ন করার জন্য বিনা স্বার্থে পরিশ্রম করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষ..
মেরিনার্স সোসাইটির নিজস্ব ভবনে..
কচুয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার ..
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ