ঢাকা, বুধবার, ফেব্রুয়ারি ১৯ ২০২৫,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ের আলোচিত লেখিকা রেহানা সুলতানার নতুন বই অমিয় ধারা পাওয়া যাচ্ছে সর্বত্র

মো: আকাশ মিয়াজী | ফেব্রুয়ারি ১৪, ২০১৯



জাতীয় স্বরণ মঞ্চের সভাপতি, কচুয়া উপজেলা বিএনপির সিনিয়র- সহ সভাপতি, সমাজ সেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার দেওয়ান মনিরুজ্জামান মানিকের ছোট বোন, সময়ের আলোচিত জনপ্রিয় লেখক ও কবি রেহানা সুলতানা'র নতুন বই "অমিয় ধারা" পাওয়া যাচ্ছে সর্বত্র।

বহুপ্রতিভার অধিকারী, হাস্যজ্জল উদার মনের অধিকারী জনপ্রিয় কবি ও লেখক রেহানা সুলতানা ২৮ ডিসেম্বর ১৯৭৪ সালে জন্ম গ্রহন করেন।

পিতার ডাক্তারি পেশার চাকুরির সুবাধে 
শৈশব থেকে  তারুণ্য  কেটেছে সবুজ টিলাঘেরা সিলেট মেডিকেলের সরকারি ভবনে। 

সিলেটের সজীব পরিবেশ পাকাপাকি বন্দি করে নিয়েছে মনে, গল্প কবিতা লেখার মাধ্যমে তা প্রতিফলিত হয়। শিক্ষাজীবনে উচ্চ শিক্ষা অর্জনে কিছু সময় ঢাকা থাকতে হয়েছে তার।
পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করে পরিবারের সাথে পাড়িজমান যুক্তরাষ্ট্রে।

পেশা হিসেবে বেছে নিয়েছেন এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিকে 
সে সুবাধে বিস্তর ঘোরাঘুরি করছেন বহুদেশে।

চকচকে আধুনিক  শহরের দ্বীপদামি রেস্তোরাঁর চাইতে নানান দেশীয় সংস্কৃতি তাঁকে টানে বেশি।

সোস্যাল মিডিয়াতে  "খেরোখাতা" নামক একটি সাহিত্য  গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন তিনি। যার সদস্য লেখক ও কবি সদস্য প্রায় ১৬ হাজারের অধিক।

 বিভিন্ন সময় জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও সাহিত্য সংকলনে তাঁর লিখা গল্প কবিতা প্রকাশ হয়ে আসছে। প্রকাশিত গল্প কতিতায় জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় পাঠকের বিশেষ অনুরোধে  এবারে বই মেলাই
"অমিয় ধারা" নামে বই প্রকাশ হয়েছে। 
১১০/ ১১১ ও ১২ ১৩ ষ্টল সহ সর্বত্র পাওয়া যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

০৪:১৮ মিঃ, নভেম্বর ৬, ২০১৭

একটি দেশের গণতান্ত্রিক শাসন ব্..

০৪:১৩ মিঃ, নভেম্বর ৬, ২০১৭

মরুর বুকে ফুটবল জোয়ার..




Designed & Developed by TechSolutions BD