ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১০ ২০২৪,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

প্রকাশিত হয়েছে কবি ফরিদা আক্তারের এখানেই গল্প শেষ,

মো: আকাশ মিয়াজী | ফেব্রুয়ারি ৬, ২০১৯



মো: আকাশ মিয়াজী: প্রকাশিত হয়েছে জনপ্রিয় তরুণ লেখক ফরিদা আক্তারের উপন্যাস “এখানেই গল্প শেষ”- ২০১৯ সালের বই মেলা উপলক্ষে বলাকা প্রকাশনী থেকে এ উপন্যাসটি প্রকাশিত হয়।

 অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ ঢাকার বলাকা প্রকাশনীর ৪৯৩নং স্টলে, চট্টগ্রামের বাতিঘর, কক্সবাজারসহ বিভিন্ন লাইব্রেরীতে বইটি পাওয়া যাচ্ছে।

 
এদিকে কবিও লেখক ফরিদা আক্তার বলেন, “উপন্যাসে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি রোমান্টিকতাকে পুঁজি করে জীবনমুখী, খুবই বাস্তবিক, ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিণতির ফলাফল। গল্পে রয়েছে আবেগের বসে কঠিন বাস্তবতাকে স্বীকার করার বর্ণনা।”

তিনি আরও বলেন, “রোমান্টিকতা, আনন্দ, বেদনার সমষ্টিই জীবন। মানুষের প্রতিটি ক্ষণে রয়েছে এসবের বিশাল দখলদারিত্ব। সর্বোচ্চটা দেওয়ার প্রচেষ্টা ছিলো লেখায়। তবে পাঠকের ভাল লাগলেই আমার লেখা স্বার্থক হবে এবং অনুপ্রাণিত হব।”

উল্লেখ্য, এবারের বই মেলায় লেখকের আরও একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার পথে। ইতোমধ্যে তার ৮ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ




Designed & Developed by TechSolutions BD