ঢাকা, সোমবার, অক্টোবর ২ ২০২৩,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

বিশ্ববিদ্যালয় পড়ুয়া বোনকে উক্তক্ত্য করার প্রতিবাদে ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা।

মো: আকাশ মিয়াজী | জানুয়ারি ২৪, ২০১৯



বিশ্ববিদ্যালয় পড়ুয়া বোনকে উক্ত্যক্ত করার প্রতিবাদে রাজধানীর টিকাটুলিতে ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা। এই ঘটনায়  ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজহার থেকে জানা যায়। সালমা বেগম( ৪৪)  স্বামী সামছুল করিম বাসা হাটখোলা মামুন প্লাজা - ৮ ডি টিকাটুলি ওয়ারী ঢাকা- এর নটরডেম বিশ্ববিদ্যালয়ে বিবিএ তে পড়ুয়া কন্যা মাইসা মাসুদা বিনতে করিম (১৯) কে এই ঠিকানার পাশের ফ্লাটের ইয়াবা সম্ম্রাট সন্ত্রাসী  মো: মোস্তাফিজু রহমান জুয়েল  (৩৮)  মশিউর রহমান রহমান (৩৫)  সুমন (৪০) মিলে বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসার পথে বিভিন্ন সময়  উক্ত্যক্ত ও অসামাজিক প্রস্তাব দিয়ে আসছে। 

  মাইসা মাসুদা বিনতে করিম নিরুপায় হয়ে আপন বড় ভাই রুহুল করিম (শুভ) ও তার মাকে বিষয়টি জানান।

শুভ তাদের কে ঢেকে বিষটি বুঝাতে চাইলে কথা কাটার এক পর্যায় তারা ক্ষিপ্ত হয়ে পুরো পরিবারকে কি ভাবে ফ্লাটে বাসবাস করে দেখে নিবে বলে হুমকি দেয়।

পরে গত  ১৬ জানুয়ারী রুহুল করিম (শুভ) তার  বন্ধুদের সাথে  জয়কালী মন্দির পাশে একটি হোটেলে থেকে রাতে চা -খাওয়া শেষে বাসায়  ফেরার পথে উৎপেতে থাকা সন্ত্রাসী মোস্তাফিজুর রহমান জুয়েলের নেতৃত্বে ১০/১২ সন্ত্রাসী হত্যার উদ্দ্যেশে শুভর  উপর বর্বর  হামলা চালায়।  
সন্ত্রাসী হামলায় শুভর  হাত, পা ভেঙ্গে যায়। 
শুভকে বাচাঁতে হাসপাতালে তার মা।

 শুভর বোন মাইসা মাসুদা বিনতে করমিকে তার খালা আশ্রয় দেওয়ার কারনে  খালা চৌধুরী দেলোয়ার ও তার পুত্র তানভীর চৌধুরী  মেয়ে প্রবাসে থাকা  চৌধুরী মাসুদা জাহিন সানিয়া কে  প্রাণ নাশের হুমকি দিচ্ছে। জীবনের নিরাপত্তা চেয়ে গুলশান থানায় একটি  জিডি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ




Designed & Developed by TechSolutions BD