ঢাকা, শুক্রবার, মার্চ ২৯ ২০২৪,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

খালেদার লিভ টু আপিলের শুনানি আজ

demo | ১২:৫৬ মিঃ, নভেম্বর ৬, ২০১৭



আয়কর দেওয়ার বিষয়ে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আট বছর ধরে যে আয়কর মেলার আয়োজন করে আসছে, সেটি ইতিবাচক উদ্যোগ বলে মনে করি। মেলার প্রথম চার দিনে ১ হাজার ২০০ কোটি টাকা আয়কর আদায়ও উৎসাহব্যঞ্জক।

বর্তমানে বাংলাদেশের লোকসংখ্যা প্রায় ১৭ কোটি। এর মধ্যে ১ শতাংশ মানুষ আয়কর দিলে সেই সংখ্যা ১৭ লাখ হওয়ার কথা। কিন্তু ২০১৫-১৬ অর্থবছরে আয়করদাতার সংখ্যা ছিল ১৩ লাখের মতো। গত অর্থবছরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫ লাখ। এক বছর আগে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি হিসাব দিয়েছিল, আয়কর দেওয়ার যোগ্য মানুষের সংখ্যা ৮০ লাখের কম নয়।

বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছে। ভবিষ্যতে আমরা মধ্যম আয়ের দেশের স্বপ্ন দেখি। সে ক্ষেত্রে আয়করদাতার সংখ্যা এত কম হওয়ার কারণ নেই। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের আয়কর রিটার্ন বাধ্যতামূলক করার পরও আয়কর আদায় উল্লেখযোগ্য পরিমাণ বাড়েনি। খোদ অর্থমন্ত্রী আয়করদাতার সংখ্যা নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন।

অনেক ক্ষেত্রে দেখা যায়, রাজনৈতিক কারণে সঠিকভাবে আয়কর দিয়েও অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান হয়রানির শিকার হয়। আবার সেই রাজনৈতিক কারণে অনেকে কর ফাঁকি দিয়েও পার পেয়ে যান। কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান আয়কর ফাঁকি দিয়ে পার পেলে অন্যরাও এ ধরনের কাজে উৎসাহিত হয়। দ্বিতীয়ত, যাঁরা নিয়মমাফিক আয়কর দেন, তাঁদের জন্য প্রণোদনা থাকা প্রয়োজন।

মূল্য সংযোজন করের নামে যে পরোক্ষ কর আদায় করা হচ্ছে তাতে নিম্ন আয় থেকে উচ্চ আয়ের মানুষকে সমান হারেই তা পরিশোধ করতে হয়, যা সামাজিক ন্যায়বিচারের পরিপন্থী। আয়করের অন্যতম দর্শন হলো যাঁরা বেশি আয় করেন, সরকার তাঁদের কাছ থেকে কর নিয়ে রাষ্ট্রীয় তথা জনগণের কল্যাণে ব্যয় করবে। আয়করদাতাদের নিশ্চয়ই জানার অধিকার আছে তাঁদের দেয় অর্থ কোন কাজে এবং কীভাবে ব্যয় হচ্ছে।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে অর্থনীতির প্রায় ৪৫ থেকে ৬৫ শতাংশ অর্থ করের বাইরে, অর্থাৎ কালোটাকা। আয়কর বাড়াতে হলে এই কালোটাকার ফাঁকফোকরগুলো বন্ধ করতে হবে। আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আয়করের হার কমালে আয়করদাতা ও করের পরিমাণ বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করেন। সেই সঙ্গে এনবিআরের ভেতরে লুকিয়ে থাকা ‘দুষ্ট চক্র’ ও অসাধু ধনবানদের যে গোপন আঁতাত আছে, সেটিও ভাঙতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

১২:৪৬ মিঃ, নভেম্বর ৬, ২০১৭

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে দল..

০১:৫৫ মিঃ, নভেম্বর ১৪, ২০১৭

ফয়সাল আজাদ সিডনী আ:লীগের সম্পা..

১০:৩৩ মিঃ, জানুয়ারি ২৯, ২০১৮

আলোকিত রাজনীতিবীদ জুলফিকার আলী..




Designed & Developed by TechSolutions BD