ঢাকা, সোমবার, অক্টোবর ২ ২০২৩,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

স্মৃতি : কবি ফরিদা আক্তার

কবি ফরিদা আক্তার | জানুয়ারি ৭, ২০১৯



স্মৃতি 

ফরিদা আক্তার

এইতো সেদিন মাত্র কিছুদিন আগে 
তুমি যেন তোমাকেই টুকরো টুকরো করে দিতে আমার মনের মত ছাঁচে সাজবে বলে।

তোমার সমস্ত দুঃখ-কষ্ট 
আমার সাথে ভাগ করে নিতে।

তোমারে আকুলতা দেখে
ব্যাকুল হয়ে তাকাতাম আমি 
কি করে বাঁচবে তুমি? 
কভু আমি হারালে।

এতো ভালোবাসা আমার জীবনে 
জীবন আমার ধন্য 
যেন চারপাশে অভয় আশ্রয়স্থল তুমি
আমার আবরণ হয়ে রয়েছ ঘিরে
কখনো করতেনা শূন্য।

কিন্তু হঠাৎ আমার সমস্ত বিশ্বাসের পৃথিবী
মিথ্যা করে দিয়ে 
তুমিই হারিয়ে গেলে?

 আমি তো ছিলাম বিশ্বাসে পরিপূর্ণ
 বুঝিনি তো কভু আমার অন্তরে মিশে
 নিশ্বাসে নিশ্বাস হারিয়ে
 তোমার হৃদয়টা ছিল ডাস্টবিন।

আগে থেকেই ময়লায় ভর্তি
আমি সেখানে পৌঁছতেই পারিনি।
আজ বুঝি 
আমি তোমার প্রথমও ছিলামনা, শেষও নই।

ভাগ্যিস তুমি এসেছিলে জীবনে
না হয় বুঝতেই পারতাম না প্রতারক
কেমন হয়।

 এখন আর তুমি রুমাল হয়ে আমার 
কান্না মুছে দাও না 
আশ্রয় হয়ে আমাকে বিপদে 
আড়াল কর না
প্রজাপতি হয়ে রং মাখাওনা
ভালবাসায় আমায় ধন্যও কর না।

এখন শুধু তুমি স্মৃতি হয়ে কষ্ট দাও 
খুব গোপনে হৃদয় ভাঙার যন্ত্রণা দাও।

এ বিভাগের অন্যান্য সংবাদ

০৪:১৬ মিঃ, নভেম্বর ৬, ২০১৭

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে দল..




Designed & Developed by TechSolutions BD