স্মৃতি : কবি ফরিদা আক্তার
কবি ফরিদা আক্তার | জানুয়ারি ৭, ২০১৯
স্মৃতি
ফরিদা আক্তার
এইতো সেদিন মাত্র কিছুদিন আগে
তুমি যেন তোমাকেই টুকরো টুকরো করে দিতে আমার মনের মত ছাঁচে সাজবে বলে।
তোমার সমস্ত দুঃখ-কষ্ট
আমার সাথে ভাগ করে নিতে।
তোমারে আকুলতা দেখে
ব্যাকুল হয়ে তাকাতাম আমি
কি করে বাঁচবে তুমি?
কভু আমি হারালে।
এতো ভালোবাসা আমার জীবনে
জীবন আমার ধন্য
যেন চারপাশে অভয় আশ্রয়স্থল তুমি
আমার আবরণ হয়ে রয়েছ ঘিরে
কখনো করতেনা শূন্য।
কিন্তু হঠাৎ আমার সমস্ত বিশ্বাসের পৃথিবী
মিথ্যা করে দিয়ে
তুমিই হারিয়ে গেলে?
আমি তো ছিলাম বিশ্বাসে পরিপূর্ণ
বুঝিনি তো কভু আমার অন্তরে মিশে
নিশ্বাসে নিশ্বাস হারিয়ে
তোমার হৃদয়টা ছিল ডাস্টবিন।
আগে থেকেই ময়লায় ভর্তি
আমি সেখানে পৌঁছতেই পারিনি।
আজ বুঝি
আমি তোমার প্রথমও ছিলামনা, শেষও নই।
ভাগ্যিস তুমি এসেছিলে জীবনে
না হয় বুঝতেই পারতাম না প্রতারক
কেমন হয়।
এখন আর তুমি রুমাল হয়ে আমার
কান্না মুছে দাও না
আশ্রয় হয়ে আমাকে বিপদে
আড়াল কর না
প্রজাপতি হয়ে রং মাখাওনা
ভালবাসায় আমায় ধন্যও কর না।
এখন শুধু তুমি স্মৃতি হয়ে কষ্ট দাও
খুব গোপনে হৃদয় ভাঙার যন্ত্রণা দাও।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর