ঢাকা, শুক্রবার, মার্চ ২৯ ২০২৪,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

প্রণয় আহ্বান : কবি ফরিদা আক্তার

কবি ফরিদা আক্তার | ডিসেম্বর ৩, ২০১৮



প্রণয় আহ্বান
ফরিদা আক্তার

রক্তিম সূর্যের সোনালি আলো ছড়িয়েছে ঐ বারান্দায়
আমাদের বেলকনির ছোট বাগানে দাঁড়িয়ে মনে হচ্ছে 
এসেছি স্বপ্নের বৃন্দাবনে ।

পাশের বেলকনিতে তাকাই ক্ষণে ক্ষণে
কখন তুমি এসে দাঁড়াবে খোলা চুলে 
ঝড়ো বাতাস নিয়ে আসবে, এই ভেবে ।

-আকাশ, ফেনিল আকাশের  সুভ্রতা দেখি এখানে দাঁড়িয়ে, 
আর দেখি তোমার হৃদয় আকাশের গভীরতা।
তোমার বাগানের ফুলের সুবাস নিয়ে আসে মাদকতা।

 -শীমা, ফুলের সুবাস ছাপিয়ে, নাকে আসে তোমার খোলা চুলের ঘ্রাণ 
তৃষিত হৃদয় তোমাকে দেখার তরে ছুটে আসে, তোমার দর্শনে খুঁজে পায় প্রাণ ।

-আমিও তোমার শরীরের ঘ্রাণ পাই অনুভবে,
 নগ্ন আদিমতার দুর্গন্ধ দূর হয়,
 তোমার প্রেম আর তোমার বাগানে ফুলের সুগন্ধে।

 -তোমার হৃদয়াসনে যদি রাখো আমাকে 
শতবার বাঁচতে চাইবো তোমার মায়াবী চোখে হারাতে
বারবার ভিজে যাবো ধবধবে সফেদ জোসনায়

-আমার বুকের পুঞ্জিভূত ভালবাসা শুধুই তোমার জন্যে
রাত্রি শেষ হয়েছে, তাকিয়ে দেখো নিদ্রালু চোখ খুলে।

 -ফুলের সতেজ পাপড়ির চেয়েও  সতেজতা তোমার অধরে 
কুসুমগন্ধ টের পায়, উন্মাদনা উঠে জেগে

- শীতল পাটি বিছিয়ে দিলাম বুকে
 স্বপ্নের আলপনা আঁকো,তুমি মনের সুখে।

 -আমার হৃৎপিন্ডের রন্ধ্রে-রন্ধ্রে, নিঃশ্বাসে- নিঃশ্বাসে, 
মিশে আছো তুমি, সুন্দরের আহবানে।

-বেলকনির এই প্রাচীর ভেদ করে ছুঁতে চাই তোমাকে,
 বাঁধা পড়তে চাই মন, তোমার কঠিন বাহুডোরে
চৌম্বুকাকর্শনের মতো লেপ্টে যেতে চাই
উত্তাল-পাতাল উত্থান-পতন চাই বৃন্দাবনে

 -হ্যা,আমিও তো মানুষ! আমিও জ্বলে উঠি দাবানলের অগ্নিশিখায়,
বসন্তের হাওয়ায় ছাই চাপা আগুন জ্বলে
 ডাকছে তোমায় মনের কোকিল মনের দরজা খুলে
আহ্বান করছে, এসো হে সুখতরী এসো।

 -আকাশ, হৃদয়ের আহবানে সাড়া দিয়ে তবে হাতে রাখি হাত।
 উপরে ফেনিল আকাশ ,তোমার বাগানের ফুল সাক্ষী হয়ে থাকুক
সাক্ষী হয়ে থাকুক মধুচন্দ্রীমা ক্ষণ

 -তবে তাই হোক শীমা, দুজনে জীবনের তরে বাঁধা পড়ি
আমাদের বাগানে ফুল ফুটুক বা নাই ফুটুক 
চলো, জলজ প্রেমে মেতে উঠি সারা জনম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

০৭:৩৯ মিঃ, নভেম্বর ১৪, ২০১৭

ভালোবাসার আত্ম প্রতিবেদন..

ডিসেম্বর ১৯, ২০১৮

আবরণ: কবি ফরিদা আক্তার ..




Designed & Developed by TechSolutions BD