বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মতিন পাটওয়ারীর ইন্তেকাল: বিভিন্ন জনের শোক প্রকাশ
মো: আকাশ মিয়াজী | জুলাই ১৮, ২০১৮
বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন পাটওয়ারীর ইন্তেকাল।
মো: আকাশ মিয়াজী। চাঁদপুরের কচুয়া উপজেলা শুয়ারুল গ্রামের অধিবাসী সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: আব্দুল মতিন পাটওয়ারী( ৭৫) গতকাল ১৭ জুলাই নিজ বাড়ীতে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহ.. রাজিউন)।
মৃত্যুকালে ৬ ছেলে নাতি নাতনী সহ বহুগুনগ্রহী রেখে যান। তার মৃত্যুতে অত্রএলাকার শোকার ছায় নেমে আসে। সকাল ১১ টায় শুয়ারুল মাদ্রাসায় মাঠে জানা যার নামাজ শেষে শুয়ারুল করব স্থানে দাফন করা হয়।
জানা যার নামাজের ইমামতি করেন মরহুমের মেঝো ছেলো হাফেজ মাওলানা মো: রুহুল আমিন।
এদিকে মরহুমের মৃত্যুতে শোক পরিবারে গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন, কচুয়া উপজেলা বিএনপির সিনিয়র- সভাপতি প্রকৌশলী আ, হ,ম মনিরুজ্জামান মানিক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)'র সদস্য ও কচুয়া বাণী নিউজ পোর্টাল এর সম্পাদকও প্রকাশক মো: আকাশ মিয়াজী, সাচার বাজার ব্যবসায়ী মো: সেলিম কবির, মো: হাছান সরকার, পাথৈর দীনিয়া মাদ্রার মোহতামিম হাফেজ মাওলা মো: মোশাররফ হোসেস প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ