ঢাকা, বুধবার, ফেব্রুয়ারি ১৯ ২০২৫,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ : প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু

মো: আকাশ মিয়াজী | জুন ১৯, ২০১৮



কচুয়ার ঐতিহ্যবাহী সাচার উচ্চবিদ্যালয়ের ২০১২ সালের এসএসসি ব্যাচ এর পূর্ণমিলনী অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিদ্যালয়ের হল  রুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারন  এর আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানুষ গড়ারকারিগড় বিশিষ্ট শিক্ষাবীদ বটু কৃষ্ণ বসু।

 বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য  রাখেন সহ-কারি শিক্ষক মো: মফিজুল ইসলাম, বিধু,  গনেশ চন্দ্র ধর, মো: জসিম উদ্দিন, মো: শাহজাহান মিয়া,মো: মোশাররফ হোসেন,।

এসময় প্রধান অতিথি বটু কৃষ্ণ বসু বলেন-  তোমরাই আগামী দিনের ভবিষ্যত,  তোমরা যখন এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলে, তোমাদের ভালো লেখা পড়াও উজ্জল ভবিষ্যতের জন্য অনেক সময় শাসন করেছি। 

তোমরা আজ দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয় ও কলেজ লেখাপড়া করো। যেনে আমি গর্ববোধ করি। 
 আমার বিশ্বাস ভালোকরে পড়াশোনা করে তোমরা একদিন  অনেক বড় হবে এবং তোমরাই আগামী দিনের ভবিষ্যত। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - নেয়ামুল নাছির ( শুভ),   মো: জাকির হোসাইন,মো: কাশেম,মো: আমির  হোসাইন ( অমি আমির)  মো: তোফায়েল  আহমেদ, মো: আহসান,মো: ইমরান, সাইদুল,মো: জসিম উদ্দিন,মো: সাহাবুদ্দিন, মো: হানিফ, মো: মিজান, অপু রায়, মো: ইমরান, আশিস কুমার, বাঁধন পোদ্দার, মোহাম্মদ হোসেন,মো: ইউসুফ মিয়াজী,মো: আনিছুর রহমান, মো: আলাউদ্দিন, মো: আক্তার, মো: ফারুক, মো: সুমন ,  নীনা আলম নীল, আয়েশা গাজী, ফারহান আক্তার, জয়া মজুমদার, হালিমা আক্তার ,তানিস ফাতেমা,দীপা রানী সাহা, মেরিন জাহান মিলী।
 
স্মৃতিচারন ও আলোচনা  সভা শেষে সাংস্কৃতি   অনুুষ্ঠিান ও ফটোশেষন উদর্যাপিত হয় ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

১০:০১ মিঃ, ফেব্রুয়ারি ১৯, ২০১৮

কচুয়ায় এ্যাড. আ: মান্নান পাটওয়..

০৮:২২ মিঃ, জানুয়ারি ২৬, ২০১৮

এতিমদের মাঝে নির্বাহী ম্যাজিস্..

০৫:৩৯ মিঃ, মার্চ ৯, ২০১৮

বিএনপির নেতা শুক্কুর পাটওয়ারী ..




Designed & Developed by TechSolutions BD