তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ : প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু
মো: আকাশ মিয়াজী | জুন ১৯, ২০১৮
কচুয়ার ঐতিহ্যবাহী সাচার উচ্চবিদ্যালয়ের ২০১২ সালের এসএসসি ব্যাচ এর পূর্ণমিলনী অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিদ্যালয়ের হল রুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারন এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানুষ গড়ারকারিগড় বিশিষ্ট শিক্ষাবীদ বটু কৃষ্ণ বসু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-কারি শিক্ষক মো: মফিজুল ইসলাম, বিধু, গনেশ চন্দ্র ধর, মো: জসিম উদ্দিন, মো: শাহজাহান মিয়া,মো: মোশাররফ হোসেন,।
এসময় প্রধান অতিথি বটু কৃষ্ণ বসু বলেন- তোমরাই আগামী দিনের ভবিষ্যত, তোমরা যখন এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলে, তোমাদের ভালো লেখা পড়াও উজ্জল ভবিষ্যতের জন্য অনেক সময় শাসন করেছি।
তোমরা আজ দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয় ও কলেজ লেখাপড়া করো। যেনে আমি গর্ববোধ করি।
আমার বিশ্বাস ভালোকরে পড়াশোনা করে তোমরা একদিন অনেক বড় হবে এবং তোমরাই আগামী দিনের ভবিষ্যত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - নেয়ামুল নাছির ( শুভ), মো: জাকির হোসাইন,মো: কাশেম,মো: আমির হোসাইন ( অমি আমির) মো: তোফায়েল আহমেদ, মো: আহসান,মো: ইমরান, সাইদুল,মো: জসিম উদ্দিন,মো: সাহাবুদ্দিন, মো: হানিফ, মো: মিজান, অপু রায়, মো: ইমরান, আশিস কুমার, বাঁধন পোদ্দার, মোহাম্মদ হোসেন,মো: ইউসুফ মিয়াজী,মো: আনিছুর রহমান, মো: আলাউদ্দিন, মো: আক্তার, মো: ফারুক, মো: সুমন , নীনা আলম নীল, আয়েশা গাজী, ফারহান আক্তার, জয়া মজুমদার, হালিমা আক্তার ,তানিস ফাতেমা,দীপা রানী সাহা, মেরিন জাহান মিলী।
স্মৃতিচারন ও আলোচনা সভা শেষে সাংস্কৃতি অনুুষ্ঠিান ও ফটোশেষন উদর্যাপিত হয় ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ