শুভ জন্ম দিন
মো: আকাশ মিয়াজী | মে ২৪, ২০১৮
শুভ জন্ম দিন..
আজ ২৫ মে চাঁদপুরের কচুয়া উপজেলা ২নং পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের অধিবাসী সাবেক ছাত্রনেতা তরুন সমাজ সেবক সাউদ আফ্রিকা প্রবাসী মো: সালাম হোসেন ও সালমা আক্তারে পুত্র মো: সালমান আহমেদ, কন্যা মিস সামিয়া আক্তারের প্রথম শুভ জন্ম দিন পালন।
কেক কাটা ও দোয়া মিলাদের মাধ্যমে প্রথম শুভ জন্ম দিন উযাপন করা হয়। এদের উজ্জল ভবিষ্যৎ কামনা কমনা করে আত্মীয় স্বজন ও সকলের নিকট দোয়া চেয়েছেন দাদা দাদি, নানা নানি, হিমেল ,আফসানা মিমি ,ফারহানা ,সাবিনা , নাবিল ও নাহিয়ান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ