সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠু সৌদি বিএনপির সহ- সভাপতি নির্বাচিত
নিজস্ব প্রতিনিধি | মে ১৮, ২০১৮
নিজস্ব সংবাদদাতা। চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সফল সংগ্রামী ছাত্রনেতা মো: শরীফ মজুমদার মিঠু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সৌদি আরব রিয়াদ মহানগরের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন।
এদিকে চাদঁপুর জেলা কচুয়া উপজেলা "রিয়াদ বিএনপির" সাধারণ সম্পাদক হিসেবেও শরীফ মজুমদার মিঠু সততা ও নিষ্ঠার সাথে সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
রাজনীতি পরিবারে জন্ম নেয়া সাবেক এই ছাত্রনেতা প্রবাসে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
মো: শরীফ মজুমদার মিঠুর বড় ভাই মো:মনজুর আহমেদ সেলিম কচুয়া উপজেলা ছাত্রদলেন সাবেক সফল আহবায়ক। বর্তমানে তিনি কচুয়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দলের দায়িত্ব পালন করছেন। এদিকে নবগঠিত রিয়াদ মহানগরের সহ - সভাপতি মো: শরীফ মজুমদার মিঠু নির্বাচিত হওয়ায় কচুয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছাও অভিনন্দন জানিয়েছেন ছাত্রনেতারা।
কচুয়া বাণীর একান্ত ফোনআলাপে মো: শরীফ মজুমদার মিঠু বলেন- আমাকে রিয়াদ মহানগর বিএনপির সহ- সভাপতি নির্বাচিত করার মহানগর বিএনপিসহ সৌদি বিএনপির নেত্রীবৃন্দুকে শুভেচ্ছাও অভিনন্দন জানাই।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর