মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শত্রু: বিএনপির নেতা প্রকৌশলী হাজী মানিক
মো: আকাশ মিয়াজী | মে ১০, ২০১৮
চাঁদপুর (১) কচুয়া আসনে বিএনপির মনোনয় প্রত্যশাী কচুয়া বিএনপির সিনিয়র- সহ-সভাপতি প্রকৌশলী হাজী দেওয়ান মনিরুজ্জামান মানিক বলেছেন- কচুয়াসহ- বাংলাদেশে বসবাসরত প্রতিটি নাগরিকের অধিকার সু-নিশ্চিত করতে হবে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। স্বাধীন দেশের নাগরিক হয়ে,
যদি স্বাধীন ভাবে চলাফেরা এবং বসবাস না করতে পারি তাহলে আমরা কিসের স্বাধীন?
আজ কচুয়া সহ- সারা দেশ মাদকে ছেঁয়ে গেলে।
মাদকেরর ছোঁয়া যে পরিবার লেগেছে সেই পরিবার আজ অশান্তির পথে। যারা মাদক সেবন করে তারা আমার আপনার সমাজের শত্রু। মাদক সেবন কারীরা মরন ব্যাধি পথে পা বাড়াচ্ছে। ভুল পথে হাঁটা মাদক ব্যাবসায়ী ও সেবনকারীদেরর প্রতিহত করতে হবে আমাদের।
গত ৫ মে জাতীয় প্রেসক্লাবে মো: শহীদুল্ল্যাহ কায়ছার সভাপতিত্বে মো:মাইনুর পরিচালনায় কচুয়া নাগরিক কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে প্রকৌশলী দেওয়ান মনিরুজ্জামান মানিক আরো বলেন- আপনার যারা এখানে উপস্থিত আছেন "সবাই কি বুকে হাত রেখে বলতে পারবেন নিরভয়ে আপনারা কচুয়ায় যেতে পারেন? আমি চ্যাঞ্জেজ করে বলতে পারি একজন বলতে পারবেন না। নিজের জন্ম স্থানে নিজে আজ নিরাপদ নয় কেউ । এই পরিস্থিতির জন্য দায়ীকে? সুধি সমাজের প্রতি আমার আহ্বান রইলো আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কচুয়াতে পূর্বের শান্তি ফিরিয়ে আনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর