কেন্দ্রীয় দলিল লেখক সমিতির ক্রীড়াও সাংস্কৃতি সম্পাদক নির্বাচিত আবুল খায়ের রুমি
নিজস্ব প্রতিনিধি | এপ্রিল ৫, ২০১৮
বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- ক্রীড়াও সাংস্কৃতি বিষয় সম্পাদক নির্বাচিত হলেন কচুয়ার কৃতিসন্তান মো: আবুল খায়ের রুমি।
গত ৯ ডিসেম্বর ঢাকার মহানগর নাট্য মঞ্চে বাংলাদেশ দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি হিসেবে আলহাজ্ব মো: নুরে আলম ভূঁইয়াও মহাসচিব পদে জোবায়ের আহমেদ নির্বাচিত হন।
এদিকে কচুয়া উপজেলা কড়ইশ গ্রামের অধিবাসি, বাংলাদেশের দলিল লেখক সমিতির ইতিহাসে সর্বকনিষ্ঠ, কচুয়া উপজেলা দলিল লেখক সমিতির সাধরণ সম্পাদক মো: আবুল খায়ের রুমি কে বাংলাদেশ দলিল লেখক কেন্দ্রীয় সমিতির সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত করায় হয়।
অাসছে ৮এপ্রিল সকাল ১০টায় কেন্দ্রীয় রেজিষ্টেশন কমপ্রেক্সে তেজগাঁও নব নির্বাচিত নেতৃবৃন্দ সংর্বধনা প্রদান করা হয়। উক্ত সংর্বধনা অনুষ্ঠানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সহ- শত শীর্ষ নেতা উপস্থিত থাকার কথা রায়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ