ক্রীড়াবিদ ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের পৃষ্টপোষকতায় বড়দৈলে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
স্পোর্টস ডেস্ক | ০৭:০৫ মিঃ, মার্চ ১৬, ২০১৮
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল/ গত বৃহস্পতিবার ১৫ ই মার্চ ২০১৮ ইং। চাঁদপুর কচুয়ার বড়দৈল মোড়ের বাজার মাঠে জাপান প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়াবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিনের উদ্যোগে ও পৃষ্টপোষককায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট ও মাদক মুক্ত সমাজ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রতিযোগিতায় অংশগ্রহন করে কচুয়া একাদশ বনাম মতলব ভিএস ক্লাব ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মালিগাঁও নিবাসী আলহাজ্ব আব্দুছ সাত্তার প্রধান।
প্রধান অতিথি ছিলেন
২ নং পাথৈর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ( জুয়েল) । ধারা ভাষ্যকার কবিরের পরিচালনায় অগনিত দর্শকের মাঝে উভয় পক্ষের খেলায় খেলাটি প্রানবন্ত হয়ে উঠে।
মতলব টসে জিতে ব্যাট করেতে নেমে ১৪ ওভারে খেলে ৯ টি ইউকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করেন। জবাবে কচুয়া একাদশ ১৩ ওভারে সব ইউকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহকরেন।
খেলায় মতলব ভিএস এর অধিনায়কের হাতে রুপ্যকাপ টপি তুলেন উক্ত খেলার সভাপতি,আলহাজ্ব আ: ছাত্তার প্রধান, ফয়সাল মেম্বার, প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর