ঢাকা, রবিবার, নভেম্বর ১০ ২০২৪,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরুপি প্রতারক আব্দুল মবিন কারাগারে

মো:আকাশ মিয়াজী কচুয়া থেকে ফিরে। | ০৮:৫০ মিঃ, মার্চ ৯, ২০১৮



চাঁদপুরের কচুয়ায় পিতার উপর হামলা কারি  বহুরুপি প্রতারক এ কে এম আব্দুল  মবিন এখন কারাগারে।ঘটনার বিবরনে জানাযায় উপজেলার মালিগাঁও গ্রামের অধিবাসি আলহাজ্ব মো: ছাত্তার প্রধান( ৬৫) এর বড় পুত্র প্রবাস থেকে  টাকা পাঠায় জায়গা ক্রয় করার জন্য, যৌথ  পরিবার থাকার সুবাধে আলহাজ্ব মো: ছাত্তার প্রধান  এর নামে বায়না ১৯৬ শতক জায়গাা। বায়না  কৃত  সম্পতি দলিল করতে  স্বাক্ষী  হিসেবে মেঝো ছেলে এ কে এম আ: মবিন কে নিয়ে যায় সাব-রেজিস্টার এর কার্যালয়ে।  পিতার সরলতার সুযোগে কু -পুত্র     এ কে এম  আব্দুল মবিন প্রতারনা করে নিজের ছবি বসিয়ে দুর্নীতি বাজ দলিল লেখকের সহায়তা নিজের নামে দলিল করে নেন। 
 
কয়েক বছর পর বিষয়টি এলাকায়  জানাজানি হলে গ্রাম্য মাতাব্বরের মাধ্যমে  সালিস বসান মো: ছাতার প্রধান তাঁর ছেলে  মবিনের বিরুদ্ধে। ঐ সালিসে  নিজের ভুল স্বীকার করে  জায়গা ফিরে দেওয়ার লিখিত অঙ্গীকার করেন  তিনিি ।  

পরে জায়গা ফেরত না দিয়ে উল্টা পিতারর   উপর হামলা  করেন   এ কে এম  আব্দুুল মবিন।  এদিগে হামলার স্বীকার হয়ে কু পুত্র মবিনের বিরুদ্ধে  মামলা দায়ের করতে অনুমোতি দেন ছাত্তার প্রধান এর ছোট ছেলে মো: আরিফ প্রধান কে। মো: আরিফ প্রধান বাদী হয়ে মাললা করেন যার   নং ৬১ / ২০১৭ইং। ঐ মামলায় এ কে এম   আব্দুুল  মবিন কোন রকম জবাব না দেয়ার কারনে চাঁদপুরে বিজ্ঞআদালত ওয়ারেন্ট দেন হামলা কারি ও প্রতারক   এ কে এম     আব্দুল মবিনের বিরুদ্ধে।

 অত্রএলাকার  আদম ব্যাপারি   বহুঅপকর্মমের হোতা  এ কে এম আব্দুল  মবিন দীর্ঘ দিন  পলাতক  থেক গত ২৬/২/১৮ইং  ত  চাঁদপুর কোর্টে হাজির হয়ে  জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর  করে কারাগারে প্রেরন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

০৯:৪৮ মিঃ, ফেব্রুয়ারি ৬, ২০১৮

কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী ..

০৯:৪৭ মিঃ, ফেব্রুয়ারি ২০, ২০১৮

সদিচ্ছা ছাড়া প্রশ্ন ফাঁস বন্ধ ..

০৮:৪৩ মিঃ, নভেম্বর ২৯, ২০১৭

বিকাশের প্রতারিত টাকা উদ্ধার ক..




Designed & Developed by TechSolutions BD