কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরুপি প্রতারক আব্দুল মবিন কারাগারে
মো:আকাশ মিয়াজী কচুয়া থেকে ফিরে। | ০৮:৫০ মিঃ, মার্চ ৯, ২০১৮
চাঁদপুরের কচুয়ায় পিতার উপর হামলা কারি বহুরুপি প্রতারক এ কে এম আব্দুল মবিন এখন কারাগারে।ঘটনার বিবরনে জানাযায় উপজেলার মালিগাঁও গ্রামের অধিবাসি আলহাজ্ব মো: ছাত্তার প্রধান( ৬৫) এর বড় পুত্র প্রবাস থেকে টাকা পাঠায় জায়গা ক্রয় করার জন্য, যৌথ পরিবার থাকার সুবাধে আলহাজ্ব মো: ছাত্তার প্রধান এর নামে বায়না ১৯৬ শতক জায়গাা। বায়না কৃত সম্পতি দলিল করতে স্বাক্ষী হিসেবে মেঝো ছেলে এ কে এম আ: মবিন কে নিয়ে যায় সাব-রেজিস্টার এর কার্যালয়ে। পিতার সরলতার সুযোগে কু -পুত্র এ কে এম আব্দুল মবিন প্রতারনা করে নিজের ছবি বসিয়ে দুর্নীতি বাজ দলিল লেখকের সহায়তা নিজের নামে দলিল করে নেন।
কয়েক বছর পর বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রাম্য মাতাব্বরের মাধ্যমে সালিস বসান মো: ছাতার প্রধান তাঁর ছেলে মবিনের বিরুদ্ধে। ঐ সালিসে নিজের ভুল স্বীকার করে জায়গা ফিরে দেওয়ার লিখিত অঙ্গীকার করেন তিনিি ।
পরে জায়গা ফেরত না দিয়ে উল্টা পিতারর উপর হামলা করেন এ কে এম আব্দুুল মবিন। এদিগে হামলার স্বীকার হয়ে কু পুত্র মবিনের বিরুদ্ধে মামলা দায়ের করতে অনুমোতি দেন ছাত্তার প্রধান এর ছোট ছেলে মো: আরিফ প্রধান কে। মো: আরিফ প্রধান বাদী হয়ে মাললা করেন যার নং ৬১ / ২০১৭ইং। ঐ মামলায় এ কে এম আব্দুুল মবিন কোন রকম জবাব না দেয়ার কারনে চাঁদপুরে বিজ্ঞআদালত ওয়ারেন্ট দেন হামলা কারি ও প্রতারক এ কে এম আব্দুল মবিনের বিরুদ্ধে।
অত্রএলাকার আদম ব্যাপারি বহুঅপকর্মমের হোতা এ কে এম আব্দুল মবিন দীর্ঘ দিন পলাতক থেক গত ২৬/২/১৮ইং ত চাঁদপুর কোর্টে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী ..
সদিচ্ছা ছাড়া প্রশ্ন ফাঁস বন্ধ ..
বিকাশের প্রতারিত টাকা উদ্ধার ক..
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ