কচুয়ার শুয়ারুল জৈনপুরের মাহফিলে ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের অর্থদান
স্টাফ রিপোর্টার | ১০:১৮ মিঃ, মার্চ ৩, ২০১৮
স্টাফ রির্পোটার। আলহাজ্ব হয়রত মাওলানা ওয়া মোর্শেদুনা মরহুম মো: আব্দুল মবিন আতেকী( র:আ:) সাহেবের ঐতিহাসিক ইছালে ছাওয়াবের চাঁদরপুর কচুয়ার শুয়ারুল খানকার ৪৯ তম মাহফিল অনুষ্ঠিত হয়।
গত কাল শুক্রবার বাদ আছর থেকে সারা রাত ব্যাপী মাহফিলে ধর্মীয় বয়ান পেশ করেন দেশ বরন্য আলেম গন। মাহফিলের সভাপতিত্ব করেন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা ( ফকির) মো: জামাল আহমাদ আতেকী জৈনপুরী।
প্রধান অতিথি ছিলেন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা (ফকির) মো: নেহাল আহমাদ আতেকী জৈনপুরী। বিশেষ অতিথি ছিলেন পীরে কামেল আলহাজ্ব হয়রত মাওলা (ফকির) আব্দুল হাই আতেকী জৈনপুরী।
উক্ত মাহফিলে দোয়ার জন্য অর্থদান করেন শিক্ষানুরাগী বাংলাদেশ আওয়ামীলীগ জাপান এর আহ্বায়ক কমিটির যুগ্ন- আহ্বায়ক ও বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের জাপান এর সভাপতি কচুয়ার কৃতিসন্তান বিশিষ্ঠ সমাজ সেবক ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ