ঢাকা, বুধবার, ফেব্রুয়ারি ১৯ ২০২৫,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

সদিচ্ছা ছাড়া প্রশ্ন ফাঁস বন্ধ করা যাবেনা: এহছানুল হক মিলন

নিজস্ব প্রতিনিধি | ০৯:৪৭ মিঃ, ফেব্রুয়ারি ২০, ২০১৮



সাবেক সফল শিক্ষা  প্রতিমন্ত্রী  এহছানুল হক মিলন বলেছেন, ‘আমাদের দেশের ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যমে এ-লেভেল, ও-লেভেল, টোফেল মিলিয়ে প্রায় ৫০টির মতো পরীক্ষায় অংশগ্রহণ করছে। অথচ ঘুণাক্ষরেও কখনো প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে না। আর বাংলা মাধ্যমে দ্বিতীয় শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়। আমি তো নকলকে দাফন-কাফন করে এসেছিলাম। তাহলে কারা আবার ইউরিয়া-পটাশ দিয়ে এই বিষকে তরতাজা করছে তা দেখা দরকার।’  সাংবাদিকদের  দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এহছানুল হক মিলন বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল সারা বিশ্বে এক প্রশ্নে পরীক্ষা নিয়ে তা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করছে। আর আমাদের ৬৪টি জেলায় নিয়ন্ত্রণ নেই। ওরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিয়ন্ত্রণ করছে। আমাদের দেশে প্রযুক্তির অপব্যবহারে ছড়াচ্ছে প্রশ্ন। এর একটাই কারণ, সরকারের সদিচ্ছার অভাব।’ সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রশ্ন ফাঁস হচ্ছে। তাহলে ব্যবস্থাপনা ও তদারকিতে কারা ছিল তা খুঁজে বের করলেই তো সমাধান পাওয়া যায়। দেশে প্রশ্নের ছড়াছড়ি, বিকিকিনি চলছে। ওদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পুরস্কৃত হচ্ছেন। শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেশকে ধ্বংস করা হচ্ছে, আর তিনি পাচ্ছেন অ্যাওয়ার্ড। শুধু শিক্ষকদের দোষ দিলে হবে না। প্রশ্ন বণ্টন-বিতরণে সরকারের কর্তাব্যক্তিরা থাকেন। সরকারের সদিচ্ছা ছাড়া এই লাগাতার প্রশ্ন ফাঁস বন্ধ করা যাবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

০৬:৫৩ মিঃ, নভেম্বর ১৫, ২০১৭

আলোকিত পুলিশ সুপার শামসুন্নাহ..

১০:১০ মিঃ, নভেম্বর ১৯, ২০১৭

ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধী..

০৯:৩১ মিঃ, মার্চ ১৩, ২০১৮

কচুয়ায় ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম..




Designed & Developed by TechSolutions BD