কচুয়ায় এ্যাড. আ: মান্নান পাটওয়ারীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার | ১০:০১ মিঃ, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
স্টাফ রির্পোটার। চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি,বীরমুক্তি যোদ্ধা, ভাষা সৈনিক, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, কচুয়ার প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি , প্রসন্নকাপ নুরানী হাফিজীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা,বিশিষ্ট সমাজ সেবক,মরহুম আ: মান্নান পাটওয়ারী ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন।
গত ১৯ ফেব্রুয়ারি মরহুমের নিজ গড়াপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এতিম খানায় কোর আন খতম,মসজিদে মিলাদ, স্কুলে দোয়াও আলোচনা সভার আয়োজন করা হয়। সহ-কারি শিক্ষক মো: নজরুল ইসলামের পরিচালনায় মরহুমের স্মৃতিচারন তুলে ধরে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো: আ: সামাদ ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সহকারি জজ মো: সালাউদ্দিন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।
বাদ যোহর মরহুমের আত্মার মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত ও কবর জিয়ারত করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ