বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মালয়েশিয়ায় বিএনপির গণস্বাক্ষর
স্টাফ রিপোর্টার | ০৪:২৪ মিঃ, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে মালয়েশিয়া বিএনপির তামিংজায়া শাখা। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তামিংজায়ায়ার একটি রেস্টুরেন্ট এ প্রতিবাদ সভা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া বিএনপির সভাপতি (প্রস্তাবিত) শহিদ উল্যাহ শহীদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ।
মাওঃ নুরুল আলমের পবিত্র কোরআন তেলোওয়াত, তামিংজায়া বিএনপি সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মারুফ-এর সঞ্চালনায় ও তামিংজায়া বিএনপি সভাপতি মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী সালাহ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আনোয়ার পারভেজ ও তামিংজায়া বিএনপি সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, তামিংজায়া বিএনপির উপদেষ্টা শাহ আলী, আনিসুর রহ্মান, সহ-সভাপতি মোঃ মনির, মোঃ বাসেদ, সাংগঠনিক সম্পাদক আকবর খান, প্রচার সম্পাদক মোঃ মনির প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন-বিএনপি নেতা মোহাম্মদ রিয়াজ, গোলাম সারোয়ার, মোঃ শাকিল, তামিংজায়া বিএনপির সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন, শাজাহান, শাজালাল মোল্লা, মোঃ সহেল, সহ-সাংগঠনিক মোঃ ইয়াছিন,শাহ আলী, সহ-প্রচার সম্পাদক মোঃ মুন্না সহ বিপুল সংখ্যাক প্রবাসীরা।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্র ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচিতে প্রায় তিনশতাধিক লোক স্বাক্ষর করে।
মালয়েশিয়া বিএনপির সভাপতি শহীদ উল্যাহ শহীদ এসময় বলেন, ‘একটি শাখা কমিটির ব্যানারে প্রায় তিনশো’র ও বেশি লোক গণস্বাক্ষর করে সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেশমাতা বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা যাবে না। দেশের ন্যায় প্রবাস থেকেও আমরা দেশমাতাকে ষরযন্ত্র মামলায়, রায়ের মাধ্যমে আটক রাখার জন্য সরকারের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার।ধারাবাহিকভাবে মালয়েশিয়ার প্রতিটি অঞ্চলে এ গণস্বাক্ষর কর্মসূচি চলবে’’ বলেও জানান শহিদ উল্যাহ শহীদ ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর