শাহজুলিয়া দরবার শরীফের মাহফিল অনুষ্ঠিত: কচুয়া প্রশাসনিক কর্মকর্তাদের মাহফিলে আগমন
মো: আকাশ মিয়াজী কচুয়া থেকে ফিরে | ০৬:৫৫ মিঃ, ফেব্রুয়ারি ১০, ২০১৮
গত ৮ও ৯ ফেব্রুয়ারি, বৃহস্পতি ও শুক্রবার ২০১৮ ইং দুইদিন ব্যাপি, চাঁদপুর কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরীফ এর ৪১ তম বার্ষিকী মাাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে দেশ বরন্য, মুফতি, মোফাচ্ছের কোরআন,শায়খুল হাসিদ, বিখ্যাত বক্তরা ধর্মীয় গুরুত্ব পূর্ন বয়ান পেশ করেন।
প্রথম ও দ্বিতীয় দিন মাহফিলের সভাপতিত্ব করেন সদরে মোন্তাজেম আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাহজুলি।
মাহফিল পরিচালানা করেন শাহজুলিয়া দরবার শরীফ এর পীরজাদা নায়েবে মোন্তাজেম আবুল হাসান শাহ মুহাম্মাদ নূরুল্লাহ শাহজুলি।
উক্ত মাহফিলের দ্বিতীয় দিন অানুমানিক রাত ১০ টার সময় দরবার শরীফে আগমন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ ও তাঁর জীবন সঙ্গী ঢা'বির অধ্যাপক ড. জাকির হোসেন। সহ-কারি কমিশনার ভূমি (কচুয়া) রুমন- দে, উপজেলা নির্বাচনী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, পিআইও,আশিকুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা,আবুল হাছনাত, সহকারি শিক্ষা অফিসার মো: মনির হোসেন, উপজেলা আইটি কর্মকর্তা মো: তানভির হাছান প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ