কচুয়ার ফতেবাপুর মাহফিলে ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের নগদ অর্থদান
স্টাফ রিপোর্টার | ০৫:১১ মিঃ, ফেব্রুয়ারি ৪, ২০১৮
স্টাফ রিপোর্টার।চাঁদপুরে কচুয়া উপজেলার এতিহ্যবাহী হামিউস সুন্নাহ ফয়জুল উলূম ফতেবাপুর কওমী মাদ্রাসার ৪০ তম ইসলামী মহাসম্মেলন ও বার্ষিকী মাহফিল গত ৩ ফেব্রুয়ারি অনুষ্টিত হয়।
মাহফিলে বাংলাদের জনপ্রিয় ধর্মীয় প্রায় অর্ধশতাধিক বক্তা ইসলামী গুরুত্ব পূর্ন বক্তব্য রাখেন। বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রান মুসল্লীরদের উপস্থিতিতে অত্রএলাকা সরগম হয়ে উঠে।
মাঠে বসার প্রর্যাপ্ত জায়গা না থাকায় যার যার মত করে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দেশ বরন্য আলেমদের বয়ান শুনেন ।
উক্ত মাহফিলে নগদ অর্থ,লিল্ল্যাহ বর্ডিংগে চাউল দান করেন কচুয়ার কৃতিসন্তান জাপান আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র- যুগ্ন আহব্বায়ক, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের জাপান এর সভাপতি, বিশিষ্ঠ সমাজ সেবক শিক্ষানুরাগী আলোক সাদা মনের মানুষ ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন।
এদিগে বিভিন্ন মাহফিলে নগদ অর্থদান করে কচুয়াসহ- সর্বত্র আলোচনায় ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
একটি দেশের গণতান্ত্রিক শাসন ব্..
মিয়ামা কুমিকোকে বাংলাদেশে বিন..
মরুর বুকে ফুটবল জোয়ার..
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ