এতিমদের মাঝে নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা আফরোজ এর কম্বল বিতরন
মো:আকাশ মিয়াজী. স্টাফ রিপোর্টার | ০৮:২২ মিঃ, জানুয়ারি ২৬, ২০১৮
সারা দেশের ন্যায় চাঁদপুর কচুয়ায় কয়েক দিনেের কনকনে টানা শীতে সাধারণ মানুষ যখন প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
এই কষ্টকর শীতে রাতে বেলায় অসহায়, এতিম, দুস্থ শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করে তাঁদের হৃদয়ে স্থান করে নেন, শত যোগ্য কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ( ম্যাজিস্ট্রেট ) নীলিমা আফরোজ।
গত ২৪ জানুয়ারি বুধবার রাতে উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের পালাখাল,দহুলিয়া ও এনায়েতপুর গ্রামে ঘুরে ঘুরে এতিমখানাগুলোত নিজ হাতে কম্বল তুলে দেন শীতার্ত এতিম শিক্ষার্থীর কাছে।
এদিকে নীলিমা আফরোজ কচুয়ায় যোগদান করে, একের পর এক ভালোকাজ করে সর্বত্র মানুষের মাঝে শত অফিসার হিসেবে পরিচিত অর্জন করেছেন।
তাঁর সাথে ছিলেন সহকারী কমিশনার ভূমি( কচুয়া উপজেলা) রুমন দে, নির্বাচনী কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা হায়দার আলী, আইসিটি কর্মকর্তা তানভীর হোসেন, প্রমুখ
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ