কচুয়ার চাঁনপাড়া মাহফিলে ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের অর্থদান
স্টাফ রিপোর্টার | ১১:৩০ মিঃ, জানুয়ারি ২৪, ২০১৮
স্টাফ রিপোর্টার: চাঁদপুরের কচুয়া উপজেলা চাঁরপাড়া ইব্রাহিমীয়া নূরানীয়া হাজিয়া এতিম খানা মাদ্রাসার বার্ষিকী মাজফিল গত ১৯ জানুয়ারী মাদ্রাসা মাঠ প্রঙ্গলে অনুষ্টিত হয়।
উক্ত মাহফিলে দোয়ার জন্য নগত অর্থ দান করেন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ জাপান এর সভাপতি,বিশিষ্ঠ শিক্ষানুরাগী আলোকিত সমাজ সেবক মালিগাঁয়ের কৃতিসন্তান জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন।
মাহফিলে প্রধান প্রক্তা আলহাজ্ব হয়রত মাওলানা নজির আহমেদ ধর্মীয় বয়ান মধ্যস্থলে বলেন- জাপান থেকে ধর্মকে ভালোবেসে এই মাদ্রাসায় অর্থদান করলেন, হযরতের দানকে আল্লাহ কবুল করুক।
এদিগে সুত্র মতে জানাযায় ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন ধর্মঅনুরাগী। যার প্রমান জাপনাে থেকে নিজ সন্তানদের পবিত্র কোরআন শিখাচ্ছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ