ঢাকা, বুধবার, ফেব্রুয়ারি ১৯ ২০২৫,


শিরোনাম
আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি     কারামুক্ত ছাত্রনেতা ইসহাক সরকার এর সাথে ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর শুভেচ্ছা বিনিময়     বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে  অসুস্থ মাকে হাসপাতালে রেখে রাজ পথে ছাত্রনেতা আকাশ মিয়াজী     কচুয়ার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ ফয়েজ এর জন্মদিন পালন     পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ     কচুয়ার বায়েক মোর ৫০ফিট দক্ষিণে আবারো ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ..     বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ছিলো একটি ইনোভেশনধর্মী মাইলফলক  : ড. কলিমউল্লাহ     বিয়ের পিড়িঁতে বসলেন মরহুম রফিকুল ইসলাম রনির পুত্র সালমান সানি     জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ ছিলো নজিরবিহীন: ড. কলিমউল্লাহ     বঙ্গবন্ধু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ    

বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ এর ১৪ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন

স্টাফ রিপোর্টার | ১০:৩৮ মিঃ, জানুয়ারি ১০, ২০১৮



সংগ্রাম সাফল্য উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতিতে এগিয়ে আছে দেশ,ক্ষুধা  আর দারিদ্র মুক্ত গড়বো দেশ,  এই স্লোগান কে ধারণ করে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের ১৪ তম বর্ষ পূর্তি পালিত হয়। 

প্রতিষ্ঠাবার্ষিকী  সফল করতে জাপান থেকে সার্বক্ষনিক তদারকি করেন সংগঠন প্রেমি বিশিষ্ঠ রাজিনীতিবীদ  সমাজ সেবক, বঙ্গবন্ধু  পেশাজীবি পরিষদ  জাপান এর সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন।

গত ১০ জানুয়ারী  বঙ্গবন্ধু  ৩২নং এভিনিউতে সকাল ১০ টায়   বঙ্গবন্ধু  পেশাজীবির আনন্দ রেলী পালন করা হয়।  রেলী   শেষে বঙ্গবন্ধু  প্রতিকৃতিতে  শ্রদ্ধাঞ্জলি জানান, বঙ্গবন্ধু  পেশাজীবি পরিষদের কেন্দ্রীয়  কমিটির  প্রতিষ্ঠাতা সভাপতি জহিরউদ্দিন মবু,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ এর জাপান এর সাধারণ সম্পাদক, জামাল পুরের কৃতিসন্তান,  বিশিষ্ট সমাজ সেবক জুলফিকার আলী জুয়েল তরফদার, যুবলীগ নেতা শিপন তরফদার সহ - অসংখ্য নেতা কর্মী। 

 শ্রদ্ধাঞ্জলি শেষে  বঙ্গবন্ধু  পেশাজীবি পরিষদের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী  কেক কেটে উদযাপন করা হয়।

এসময় বক্তরা বলেন- হাজার বছরের শ্রেষ্ট  বাঙ্গালী  জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের  নামে  আজকের এই দিনে ২০০৪ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত  হয়।  পেশাজীবি মানুষের কল্যাণে এই সংগঠন সব সময় কাজ করে যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

১২:২১ মিঃ, মার্চ ২৩, ২০১৮

নামাজও পবিত্র কোরআন পড়ে কারাগা..




Designed & Developed by TechSolutions BD