বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ এর ১৪ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন
স্টাফ রিপোর্টার | ১০:৩৮ মিঃ, জানুয়ারি ১০, ২০১৮
সংগ্রাম সাফল্য উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতিতে এগিয়ে আছে দেশ,ক্ষুধা আর দারিদ্র মুক্ত গড়বো দেশ, এই স্লোগান কে ধারণ করে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের ১৪ তম বর্ষ পূর্তি পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জাপান থেকে সার্বক্ষনিক তদারকি করেন সংগঠন প্রেমি বিশিষ্ঠ রাজিনীতিবীদ সমাজ সেবক, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ জাপান এর সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন।
গত ১০ জানুয়ারী বঙ্গবন্ধু ৩২নং এভিনিউতে সকাল ১০ টায় বঙ্গবন্ধু পেশাজীবির আনন্দ রেলী পালন করা হয়। রেলী শেষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জহিরউদ্দিন মবু,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ এর জাপান এর সাধারণ সম্পাদক, জামাল পুরের কৃতিসন্তান, বিশিষ্ট সমাজ সেবক জুলফিকার আলী জুয়েল তরফদার, যুবলীগ নেতা শিপন তরফদার সহ - অসংখ্য নেতা কর্মী।
শ্রদ্ধাঞ্জলি শেষে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়।
এসময় বক্তরা বলেন- হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আজকের এই দিনে ২০০৪ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। পেশাজীবি মানুষের কল্যাণে এই সংগঠন সব সময় কাজ করে যাবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
হযরত ক্বারী ইব্রাহীম রাহ: এর জন্
কচুয়ার কৃতিসন্তান মো: হেলাল উদ্দ
কচুয়ায় পিতার উপর হামলাকারি বহুরু
সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার মিঠ
মাদক ব্যবসায়ীও সেবনকারী সমাজের শ
কচুয়ার বাইছাড়ায় মাদক ব্যবসায়ী গ্
ইঞ্জিনিয়ার মানিকের ছোট বোন: সময়ে
উজানী মাদ্রাসার মাহফিলে ইঞ্জিনিয়
ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।অপরাধীর
কচুয়ার কৃতিসন্তান এ্যাড. কামাল হ